For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চির বিদায়ে অটল বিহারী বাজপেয়ী, কিন্তু এমন দিনেই দেশের জন্য প্রাণ দিলেন রাম বাবু

দেশের প্রাক্তণ প্রধানমন্ত্রী এবং কিংবদন্তি জননেতা অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণে দেশ জুড়ে এখন শোকের আবহ। ঠিক তখন জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নেমেছিলেন রামবাবু সাহি এবং তাঁর দল।

Google Oneindia Bengali News

দেশের প্রাক্তণ প্রধানমন্ত্রী এবং কিংবদন্তি জননেতা অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণে দেশ জুড়ে এখন শোকের আবহ। দেশের তিন বাহিনী ১৬ অগাস্ট থেকে লাগাতার অটল বিহারী বাজপেয়ীর রাষ্ট্রীয় সম্মানে ব্যস্তও ছিল। আর ঠিক তখনই জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নেমেছিল ভারতীয় সেনার একটি দল। এই দলেই ছিল রামবাবু সাহি। বারামুল্লা জেলার রাফিয়াবাদের কাছলু এলাকায় এই গুলির লড়াই চলছিল।

উপত্যকায় জঙ্গিদের প্রতিরোধ করতে গিয়ে শহিদ হলেন জওয়ান

লড়াইয়ে জঙ্গিদের গুলিতে জখম হন রামবাবু সাহি। তড়িঘড়ি হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। সেখানেই ঘণ্টাখানেক লড়াই-এর পর মৃত্যুর কোলে ঢলে পড়েন রামবাবু সাহি। স্বাধীনতা দিবসের দিন কয়েক আগে থেকেই উপত্যকায় লাগাতার সন্ত্রাস চলছে। যার জেরে রামবাবু-সহ মোট ৭ জন শহিদ হলেন।

রামবাবুর মৃত্যুর টুইটারে শোক প্রকাশ করেছেন ভারতীয় সেনা। টুইটে জানানো হয়েছে রামবাবুর সাহসীকতায় ভারতীয় সেনা এবং সেনা প্রধান বিপিন রাওয়াত গর্বিত। রামবাবুর পরিবারকে সেনার পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে। সেনার সিপাই পদে কর্মরত ছিলেন রামবাবু। পরে বেলার দিকে রামবাবুকে শ্রীনগরে গান স্যালুট দেওয়া হয়। জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হয় তাঁর কফিন।

এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে গোপন সূত্রে এই খবর পেয়ে অভিযানে নেমেছিল সিআরপিএফ-এর ৯২ নম্বর ব্যাটেলিয়ন, ৩২ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস এবং স্পেশাল অপারেশনস চগ্রুপ। রামবাবু এসওজি গ্রুপের সদস্য ছিলেন বলে জানা গিয়েছে।

English summary
Another sacrifice of India's brave heart. A Rifleman of Indian Army Rambbau Shahi has laid down his life to protect his country in Jammu and Kashmir on 17th August, 2 days after India's 72nd Independence Day Celebration.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X