For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাঁটুর বয়সী বিজেপি নেতার পায়ে হাত দিয়ে প্রণাম মুখ্যমন্ত্রীর! মুহুর্তে ভিডিও হল ভাইরাল

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং। রাজনন্দগাঁও কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময় রমন সিং-এর পাশেই ছিলেন যোগী আদিত্যনাথ।

  • |
Google Oneindia Bengali News

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং। রাজনন্দগাঁও কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময় রমন সিং-এর পাশেই ছিলেন যোগী আদিত্যনাথ। রমন সিং-এর বয়স ৬৬। যোগী আদিত্যনাথ তাঁর থেকে অন্তত ২০ বছরের ছোট।

হাঁটুর বয়সী বিজেপি নেতার পায়ে হাত দিয়ে প্রণাম মুখ্যমন্ত্রীর! মুহুর্তে ভিডিও হল ভাইরাল

রাজনীতির জগতেও প্রবীণ ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী। পরপর তিনবারের মুখ্যমন্ত্রী। ছাত্রাবস্থায় ১৯৭০-এর দশকেরর শুরুর দিকে ভারতীয় জন সংঘে যোগ দেন রমন সিং। ১৯৭৬-৭৭ সালে যুব শাখার সভাপতিও হয়েছিলেন। অন্যদিকে যোদী আদিত্যনাথের জন্ম ১৯৭২ সালে।

রমন সিং হলেন বর্তমান সময়ে টানা মুখ্যমন্ত্রী থাকাদের মধ্যে চতুর্থ ব্যক্তি। এব্যাপারে প্রথমস্থানে রয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং, দ্বিতীয় মিজোরামের মুখ্যমন্ত্রী লালথানহাওলা এবং তৃতীয় ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

অন্যদিকে ৪৬ বছর বয়স্ক যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে সবে মাত্র বছর দেড়েক পার করেছেন।

গোরক্ষপুর মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে গেরুয়া বসনধারী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এইভাবেই সম্মান জানানো হয়।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের শপথগ্রহণের সময় অনেক বিজেপি নেতাকেই দেখা গিয়েছিল যোগী আদিত্যনাথের পায়ে হাত দিয়ে প্রণাম করতে। এমন কী যোগী সামনে নতজানু কোবিন্দের ছবিও দেখা গিয়েছিল।

দুই মুখ্যমন্ত্রী রাজনন্দগাঁও-এ জনসভা করেন। ২০০৮ ও ২০১৩ সালে এই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন রমন সিং। এবার রমন সিং-এর প্রধান প্রতিদ্বন্দ্বী হলেন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভাইঝি করুণা শুক্লা।

ছত্তিশগড়ে প্রথম দফায় নির্বাচন ১২ নভেম্বর। ওই দিন বাকি ১৭ আসনের সঙ্গে মাওবাদী অধ্যুষিত রাজনন্দগাঁওতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। রাজ্যের বাকি ৭২ টি আসনে নির্বাচন হওয়ার কথা ২০ নভেম্বর। নির্বাচনের ফল ঘোষণা ১১ ডিসেম্বর। একই দিনে ফল ঘোষণা হবে মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান এবং তেলেঙ্গানার।

English summary
Raman Singh Touched The Feet Of Yogi Adityanath, 20 Years His Junior at the time of filing nomination
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X