চিনা পণ্য বর্জন করার জন্য দেশবাসীর কাছে আবেদন করলেন রাম বিলাস পাসোয়ান
সোমবার লাদাখে ভারত–চিন মুখোমুখি সংঘর্ষের পর চিনা পণ্য বর্জনে সরব হয়েছে দেশবাসী। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসওয়ান দেশবাসীকে আবেদন করেছেন চিনের সব পণ্য বর্জন করার জন্য। এমনকি তিনি নিজের মন্ত্রককেও নির্দেশ দিয়েছেন যে অফিসে ব্যবহার করার জন্য কোনও চিনা পণ্য যাতে সংগ্রহ না করা হয়।

ভারত–চিনের তীব্র সীমান্ত উত্তেজনার পর খাদ্য ও উপভোক্তা মন্ত্রীর পক্ষ থেকে এই মন্তব্য এসেছে। মন্ত্রী বলেন, 'আমি সকলের কাছে আবেদন করব যে চিন যে ধরনের আচরণ করেছে, আমরা চিনা পণ্য বর্জন করব।’ পাসওয়ান জোর দিয়ে জানিয়েছেন যে কেন্দ্র চিন থেকে আমদানি করা পণ্যের উপর বিআইএস মানের নিয়ম কঠোরভাবে প্রয়োগ করবে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাসওয়ান উদ্বেগ প্রকাশ করেছেন চিন থেকে আমদানি হওয়া নিম্ন–মানের প্রদীপ ও আসবারপত্র। সরকার এবার থেকে আমদানি হওয়া জিনিসের ওপর কড়াভাবে ব্যুরো অফ ইন্ডিয়ান (বিআইএস) স্টান্ডার্ড নিয়ম প্রয়োগ করবে। উপভোক্তা বিষয়ক মন্ত্রকের তত্ত্বাবধানে বিআইএস এখন পর্যন্ত বিভিন্ন পণ্যের জন্য ২৫ হাজারেরও বেশি মানের বিধি তৈরি করেছে। মন্ত্রী বলেন, 'আমাদের পণ্য যখন বিদেশে পৌঁছায়, তাঁরা দেখে নেয়। আমাদের বাসমতি চাল বাতিল করা হয়েছিল, কিন্তু তাদের পণ্য যখন আমাদের দেশে আসে সেখানে কোনও কড়া ধাঁচের মান বিচার করার নিয়ম নেই।’
২০১৬ সালে সংসদে পাস হওয়া নতুন বিআইএস আইনটি ভারতীয় মানগুলির সঙ্গে বাধ্যতামূলক বা স্বেচ্ছাসেবী বাধ্য–বাধকতার মাধ্যমে পণ্য ও পরিষেবার মানের সংস্কৃতি প্রচারের জন্য কেন্দ্র এবং বিআইএসকে ক্ষমতা প্রদান করে। আইনে সংশ্লেষ মূল্যায়নের পরিধি আরও প্রশস্ত করা, জরিমানা বাড়ানো এবং অপরাধ সংঘটিত করার পাশাপাশি আইএসআই সহ চিহ্নিত পণ্যগুলি স্মরণে প্রাসঙ্গিক ভারতীয় মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য না করার বিধান রাখা হয়েছে।

যে কারণে ভয় পাচ্ছে চিন, এলএসি বরাবর লালফৌজকে চোখ রাঙাচ্ছে ভারতীয় রাস্তা!