For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অতীতে ২ বার বয়ান বদল, তারপরও ফের সাক্ষী হতে চাইলেন রাম রহিমের প্রাক্তন গাড়িচালক

হত্যামামলায় এবার গুরমিত রাম রহিমের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হলেন তারই এক প্রাক্তন গাড়িচালক, এর আগে ২০০৭ ও ২০১২ সালে নিয়ের বয়ান বদল করেছেন খাট্টা সিং, ভয় দেখানোর ফলেই বয়ান বদল বলে দাবি খাট্টা সিং।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি ও ডেরা ম্য়ানেজার রঞ্জিত সিং হত্যামামলায় এবার গুরমিত রাম রহিমের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হলেন তারই এক প্রাক্তন গাড়িচালক। খাট্টা সিং নামে ওই গাড়িচালক জানিয়েছেন, গুরমিত রাম রহিম সম্পর্কে তাঁর কাছে প্রচুর তথ্য রয়েছে। তবে সেই তথ্য একমাত্র বিচারকের সামনেই তিনি পেশ করতে চান বলে জানিয়েছেন খাট্টা সিং।

অতীতে ২ বার বয়ান বদল, তারপরও ফের সাক্ষী হতে চাইলেন রাম রহিমের প্রাক্তন গাড়িচালক

এর আগে ২০০৭ ও ২০১২ সালে নিয়ের বয়ান বদল করেছেন খাট্টা সিং। সেসময় তিনি জানিয়েছিলেন, রাম রহিম কোনওদিনও কাউকে খুন করার নির্দেশ দেননি। তাঁকে ও তাঁর পরিবারকে ভয় দেখানোর কারণেই তিনি বয়ান বদল করেছিলেন বলে জানিয়েছেন তিনি। খাট্টা সিং নতুন করে সাক্ষী হতে চাওয়ায় পাঁচকুলায় সিবিআই আদালতে হলফনামা জমা দেওয়া হয়েছে। আগামী ২২শে সেপ্টেম্বর বিচারক জগদীপ সিং ঠিক করবেন, খাট্টা সিংয়েরর বয়ান গ্রহণ করা হবে কিনা। শনিবার সংবাদমাধ্যমে খাট্টা সিং জানান, বর্তমানে জেল খাটছেন রাম রহিম। তার গুণ্ডাবাহিনীও বেপাত্তা, ফলে এখন নির্ভয়েই বয়ান দিতে পারবেন।

অতীতে ২ বার বয়ান বদল, তারপরও ফের সাক্ষী হতে চাইলেন রাম রহিমের প্রাক্তন গাড়িচালক

রাম রহিমের সাজা ঘোষণার পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছেনা তার পালিতা কন্যা হানিপ্রীতকেও। সেই প্রসঙ্গে খাট্টা সিং জানিয়েছেন, হানিপ্রীত পুনে, হিমাচল প্রদেশ বা ছত্তিশগড়ে লুকিয়ে থাকতে পারে। তবে হানিপ্রীতকে যদি সিরসা থেকেও খুঁজে পাওয়া যায়, তাতেও অবাক হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন রাম রহিমের প্রাক্তন গাড়িচালক।

English summary
Ram Rahim's former driver Khatta Singh wants to be a witness in murder case against him, Khatta Singh turned hostile earlier while recording statement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X