For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যার মন্দির রায়ে আনন্দে গ্রাহকদের বোনাস দিল 'রাম নাম' ব্যাঙ্ক

অযোধ্যার বিতর্কিত জমি মামলার রায় শোনার পর আনন্দে গ্রাহকদের বোনাস দিল এলাহাবাদের রাম নাম ব্যাঙ্ক। প্রায় এক লাখ গ্রাহককে বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে এই ব্যাঙ্ক।

Google Oneindia Bengali News

অযোধ্যার বিতর্কিত জমি মামলার রায় শোনার পর আনন্দে গ্রাহকদের বোনাস দিল এলাহাবাদের 'রাম নাম' ব্যাঙ্ক। প্রায় এক লাখ গ্রাহককে বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে এই ব্যাঙ্ক। নভেম্বর ৯ এবং ১০ তারিখ মধ্যরাত পর্যন্ত যে ভক্তরা ১.২৫ লাখ বার রামনাম লিখে জমা দিয়েছেন ব্যাঙ্কে তাঁদেরই দেওয়া হবে এই বোনাস।

রাম নাম ব্যাঙ্ক

রাম নাম ব্যাঙ্ক

এলাহাবাদে রয়েছে এই ব্যাঙ্ক। রাম নাম ব্যাঙ্কে জমা হয় না কোনও টাকা। ভক্তরা প্রতিদিন রাম নাম লেখা কাগজ জমাদেন এই ব্যাঙ্কে। ১ লাখের উপর গ্রাহক রয়েছে এই ব্যাঙ্কে। রাম নাম ব্যাঙ্কের নিজস্ব টাকা রয়েছে। এই ব্যাঙ্কের কোনও এটিএমও নেই। নেই কোনও চেকবুকও। রাম ভক্তরাই একমাত্র এই ব্যাঙ্কের গ্রাহক।

বোনাস ঘোষণা ব্যাঙ্কের

বোনাস ঘোষণা ব্যাঙ্কের

অযোধ্যা রায় শোনার পরেই গ্রাহকদের জন্যে বোনাস ঘোষণা করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ব্যাঙ্কের চেয়ারম্যান আশুতোষ ভরসাই জানিয়েছেন, ৯ এবং ১০ নভেম্বর পর্যন্ত যাঁরা ১.২৫ লাখ বার রামনাম লিখেছেন তাঁদের দেওয়া বিশেষ লিফলেটে। তাঁরাই এই বোনােসর অধিকারী হবেন। তবে কোনও আর্থিক মূল্য নয় বোনাস দেওয়া হবে এই লিফলেটের মধ্যে। যে ভক্ত একবার রাম নাম লিখবেন, তাঁর এবার লেখা ২ বার হিসেবে গোনা হবে। যাঁদের নির্বাচিত করা হবে বোনাস দেওয়ার জন্য একটি করে শাল এবং শ্রীফল দেওয়া হবে। ২০২০ সালে এলাহাবাদের মাঘমেলায় সঙ্গমে বিশেষ অনুষ্ঠানে দেওয়া হবে এই শ্রীফল।

রাম নাম লেখার ব্যাঙ্ক

রাম নাম লেখার ব্যাঙ্ক

রামনাম সেবা সংস্থানের তৈরি এই রাম নাম ব্যাঙ্ক আসলে একটি অলাভ জনক সংস্থা। এঁদের বিশেষ মোবাইল অ্যাপও রয়েছে। যে মোবাইল অ্যাপে গ্রাহক রাম নাম লিখতে পারেন। সংস্থার চেয়ারম্যান জানিয়েছেন এখনও পর্যন্ত এই ব্যাঙ্কের ১২ জন গ্রাহক ১ কোটি বার রামনাম লিখে ফেলেছেন। উর্দু, ইংরেজি এবং বাংলা তিনটে ভাষাতেই রাম নাম লিখতে পারেন এই ব্যাঙ্কের গ্রাহকরা।

English summary
Ram naam Bank gave a bonus to customers at the pleasure of Ayodhya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X