For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যায় রাম জন্মভূমির কাছে কোন 'শহিদ'দের স্মৃতিসৌধের দাবি তুলল শিবসেনা! ফের খবরে 'সামনা'

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যায় রাম মন্দির নিয়ে ফের একবার সরব শিবসেনা। মারাঠার এই দাপুটে আঞ্চলিক দল এবার দাবি তুলেছে যে অযোধ্যার পূণ্যভূমিতে রাম মন্দির গঠনের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন , সেই শহিদদের স্মৃতি সৌধ গড়তে হবে অযোধ্যায়। এমন দাবি শিবসেনার মুখপাত্র 'সামনা' তুলেছে।

 রাম মন্দিরের শহিদদের জন্য স্মৃতি সৌধ গড়ার দাবি

রাম মন্দিরের শহিদদের জন্য স্মৃতি সৌধ গড়ার দাবি

'সরযূ নদীর তীরে অনেকেই শহিদ হয়েছেন। রক্তক্ষয় হয়েছে অনেক।.. ' রাম মন্দির নির্মাণের দাবি তুলে শিবসেনার বহু সৈনিক অযোধ্যায় গিয়েছিলেন । নব্বইয়ের দশক যে ঘটনা ঘিরে তোলপাড় হয়েছে একটা সময়। আর সেই সময়ই যাঁরা মৃত্যুবরণ করেন, তাঁদের জন্য স্মৃতিসৌধ গঠনের ডাক দিয়েছে শিবসেনার মুখপত্র 'সামনা'।

 'সামনা'র সম্পাদকীয় কী বলছে?

'সামনা'র সম্পাদকীয় কী বলছে?

'অনেকেই শহিদ হয়েছেন রামমন্দিরের জন্য। আর অমর জওয়ান জ্যোতির মতো করে এই শহিদদের নাম লেখা থাকতে হবে অযোধ্যার স্মৃতি সৌধে। এই শহিদদের জন্য একটি মেমোরিয়াল তৈরি করতে হবে সরযূর তীরে। ' এণনই বক্তব্য পেশ করেছে শিবসেনা মুখপত্র 'সামনা'।

'বাবরি মসজিদের মাথায় উঠেছিলেন যে শিব সৈনিকরা..'

'বাবরি মসজিদের মাথায় উঠেছিলেন যে শিব সৈনিকরা..'

বাবরি মসজিদল ধ্বংস ঘিরে উত্তাল এক সময়ে শিবসৈনিকদের নাম বহুবার প্রকাশ্যে আসে। আর সেই প্রসঙ্গ তুলে , শিবসেনার দাবি, ' বাবরি মসজিদের গম্বুজে উঠেছিলেন শিবসৈনিকরা। যদিও তার জন্য কোনও রাজনৈতিক দাবি দাওয়া শিবসেনা করেনি । ' তবে শিবসেনার দাবি যেহেতু এই মন্দির ২০১৪ সালের মধ্যে তৈরি হবে, তাই এমন মন্দির থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করবে বিজেপি। কারণ ২০২৪ সালেই ফের একবার লোকসভা ভোট হবে।

 ২০২৪ সালের নির্বাচন নিয়ে বিজেপিকে তোপ

২০২৪ সালের নির্বাচন নিয়ে বিজেপিকে তোপ

২০২৪ সালের নির্বাচন নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে শিবসেনার দাবি, সার্জিক্যাল স্ট্রাইক ও পাকিস্তান ইস্যু দিয়ে সেই সময় ভোট যুদ্ধ জেতা সম্ভব হবে না বিজেপির পক্ষে। একমাত্র রাম মন্দির দিয়েই বিজেপি বাজিমাতের চেষ্টা করবে। আর এই রাম মন্দির ট্রস্টে সেই কারণেই মোদী ঘনিষ্ঠরা রয়েছেন বলে তোপ দাগে শিবসেনা।

English summary
Ram Mandir Issue, Sena demands memorial for ‘martyrs’ in Ayodhya.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X