For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি ক্ষমতায় ফিরতেই অযোধ্যায় রামন্দির নিয়ে সরব আরএসএস প্রধান!

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি সরকারে আসতেই দেশ জুড়ে মোদী সুনামি বেশ তুঙ্গে। আর ফের একবার গেরুয়া ঝড়ে দেশে আলোড়ন পড়ে যেতেই এবার রামমন্দির নিয়ে উদ্যোগ শুরু করে দিল আরএসএস।

Google Oneindia Bengali News

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি সরকারে আসতেই দেশ জুড়ে মোদী সুনামি বেশ তুঙ্গে। আর ফের একবার গেরুয়া ঝড়ে দেশে আলোড়ন পড়ে যেতেই এবার রামমন্দির নিয়ে উদ্যোগ শুরু করে দিল আরএসএস। আরএসএস প্রধান , মোগন ভাগবত রাজস্থানের উদয়পুর থেকে অযোধ্যা ইস্যুতে সরব হয়ে যান।

বিজেপি ক্ষমতায় ফিরতেই অযোধ্যায় রামন্দির নিয়ে সরব আরএসএস প্রধান!

রাজস্থানের উদয়পুরে এক সভায় ফের একবার রামমন্দির নিয়ে সরব হলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, 'রামের কাজ করতে হবে, আর তা হবেই..সবাইকে মিলে করতে হবে রামের কাজ।.. রাম আমাদের অন্তরে থাকেন। নিজের কাজ নিজে করতে হয়। কাউকে কাজ দিয়ে তার ওপর নজর রাখতে হয়।' যদিও বিজেপির নাম সরাসরি নিয়ে কোনও মন্তব্য করেননি মোহন ভাগবত। তবে তাঁর নিশানায় যে বিজেপিই রয়েছে,তা বলা বহুল্য।

প্রসঙ্গত, বহু বিতর্কিত রামমন্দির-বাবরি মসজিদ ইস্যু আপাতত সুপ্রিম কোর্টের আওতায়। তবে ২০১৯ লোকসভা ভোটের আগে বিজেপির ইস্তেহারে রামমন্দির ইস্যুকে সমর্থন করা হয়। বিজেপি সাফ জানিয়ে দেয় , রামমন্দির নিয়ে তাঁরা এবারেও একই অবস্থানে অনড় থাকছে। এরপরই সপ্তদশ লোকসভা নির্বাচলে বিজেপি মসনদে ফিরতেই , গেরুয়া শিবিরের ওপর রামমন্দির ইস্যুতে চাপ বাড়াতে থাকে আরএসএস।

English summary
Ram ka kaam ho kar rahega, Mohan Bhagwat shouts for temple in Ayodhya.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X