For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাম মন্দিরের শিলান্যাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা উচিত, মন্তব্য রামদেবের

রাম মন্দিরের শিলান্যাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা উচিত, মন্তব্য রামদেবের

  • |
Google Oneindia Bengali News

বিতর্কিত অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়দানের পর এবার রাম মন্দির প্রসঙ্গে মুক খুলতে দেখা গেল যোগ গুরু বাবা রামদেবকে। শনিবার তিনি বলেন অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্থাপন করা উচিত। তার মতে রাম নবমীর দিনই এই শুভ কাজটি সম্পন্ন হওয়া দরকার।

রাম মন্দিরের শিলান্যাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা উচিত, মন্তব্য রামদেবের

পাশাপাশি প্রস্তাবিত রাম মন্দিরটি মহান বৈদিক ঐতিহ্যের প্রতিফলন ঘটায় বলেও তিনি মনে করেন। বর্তমানে পতঞ্জলির এই প্রতিষ্ঠাতা অযোধ্যার উদুপিতে পাঁচ দিনের যোগ প্রশিক্ষণ শিবির পরিচালনা করছেন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "অযোধ্যার রাম মন্দিরটি মক্কা, ভ্যাটিকান এবং অমৃতসরে স্বর্ণ মন্দিরের অনুরূপ হিন্দুদের একটি মহান কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করবে। "

এই প্রসঙ্গে তাকে আরও বলতে দেখা যায়, "মন্দিরটি তৈরির এবং পরিচালনার সময় আমাদের মনে রাখতে হবে মহান এটি যেন মহান বৈদিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। আমাদের প্রত্যাশা হল রাম জন্মভূমি ট্রাস্টের মাধ্যমে অযোধ্যা একদিন আধ্যাত্মিক জ্ঞানের কেন্দ্র হয়ে উঠবে।"

এদিকে বিগত দুই দশকের একটানা প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত সপ্তাহের শনিবার অর্থাৎ ৯ই নভেম্বর অযোধ্যার বিতর্কিত জমি মামলার রায় দিল সুপ্রিম কোর্ট। ভারতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বিশেষ সাংবিধানিক বেঞ্চ এদিনের রায়ে জানায় অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি পাবে হিন্দু পক্ষ। যেখানে এরপর রাম মন্দির তৈরির পক্ষে আর কোনও বাধা থাকবে না বলেও জানায় দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। সূত্রের খবর প্রস্তাবিত মন্দির কমপ্লেক্সটি আড়াআড়ি ও লম্বালম্বি ভাবে যথাক্রমে ২৪০ এবং ১৪৫ ফুট দীর্ঘ হবে। পাশাপাশি কাঠামোর ১৪১ ফুট উচ্চতার কাঠামোটিতে ২১২টি কলাম তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। সাপোর্ট বেসে স্টিলের কোনও ব্যবহার হবে না বলেও জানা গেছে।

রাম মুসলিমদের কাছেও পূজ্যনীয়, দেশের ৯৯ শতাংশ মুসলিম ধর্মান্তরিত, দাবি রামদেবেররাম মুসলিমদের কাছেও পূজ্যনীয়, দেশের ৯৯ শতাংশ মুসলিম ধর্মান্তরিত, দাবি রামদেবের

English summary
Ram temple should be laid by Prime Minister Narendra Modi, comments Ram Dev
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X