For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ক্ষমা চাওয়া উচিৎ কেন্দ্রের' 'মোন' হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল নাগাল্যান্ডে

'ক্ষমা চাওয়া উচিৎ কেন্দ্রের' 'মোন' হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল নাগাল্যান্ডে

Google Oneindia Bengali News

দেখতে দেখতে সপ্তাহ ঘুরেছে। কিন্তু এখনও উত্তপ্ত পূর্ব সীমান্ত। ডিসেম্বরের ৪ তারিখ সেনার হাতে নাগা বাসিন্দাদের মৃত্যুর সরগরম দেশের রাজনীতি। কেন্দ্রীয় সরকারের নিন্দায় সরব হয়েছে বিরোধীরা। এদিকে একের পর এক প্রতিবাদ মিছিল চলছে নাগাল্যান্ডেও। আর এবার সরাসরি কেন্দ্রের ক্ষমা চাওয়ার দাবি তুলে পথে নামলেন নাগারা।


৪ঠা ডিসেম্বরের ঘটনা

৪ঠা ডিসেম্বরের ঘটনা

১ ডিসেম্বর থেকে নাগাল্যান্ডে শুরু হয়েছিল 'হর্নবিল' উতসব। কিন্তু তারই মধ্যে চলতি মাসের ৪ তারিখ নাগাল্যান্ডের 'মোন' এলাকায় সেনাবাহিনীর এলোপাথারি গুলিতে প্রাণ হারিয়েছেন ১৪ জন নিরীহ স্থানীয় বাসিন্দা। তাঁদের মধ্যে ১২জনই মোনের ওটিং গ্রামের বাসিন্দা। নাগা স্থানীয়দের 'জঙ্গি' বলে 'ভুল' করেছিল সেনা! তাই এই ঘটনা বলে অবশ্য মত একাংশের। কিন্তু কোনও রকম উস্কানি ছাড়াই সেনা অভিযানে দেশের সাধারণ নাগরিকের মর্মান্তিক মৃত্যু অস্বস্তিতে ফেলেছে কেন্দ্রকেও।

প্রতিবাদে সরব নাগারা

প্রতিবাদে সরব নাগারা

সেনার গুলিতে সাধারণ মানুষের জীবননাশ এবং এবিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতিকে সম্পূর্ণ 'মিথ্যে' বলে প্রতিবাদে সামিল হয়েছেন নাগাল্যান্ডের অধিবাসীরা। শনিবার কোহিমায় অমিত শাহের কুশপুতুল দাহ করা হয়েছে। আর এবার ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিলে সামিল হলেন নাগাল্যান্ডের প্রভাবশালী উপজাতি সংগঠন 'কোনইয়াক ইউনিয়ন'-এর সদস্যরা। পাশাপাশি সুবিচারের দাবি জানিয়ে প্রতিবাদে সামিল হন সে রাজ্যের বহু স্থানীয় বাসিন্দারাও। এদিন মোনের তিজিটে কেন্দ্রের নিন্দায় বিক্ষোভ দেখানো হয়।

আফস্পা বাতিলের দাবি

আফস্পা বাতিলের দাবি

সেনাবাহিনীর হাতে নিরীহ সাধারণ মানুষের মৃত্যুর পরেই উত্তরপূর্বে জারি করা আফস্পা বাতিলের দাবি আরও জোরদার হচ্ছে। ত্রিপুরা, মেঘালয় ও মিজোরাম বাদে উত্তরপূর্বের সবকটি রাজ্যেই পূর্ণ কিংবা আংশিকভাবে বলবত আছে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আফস্পা। রাজ্যগুলির উপর সেনাবাহিনীর এই বিশেষ ক্ষমতা প্রত্যাহারের দাবিতে এর এগেও কয়েকবার মুখ খুলেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে নাগরিক ইউনিয়নের সদস্যরা। আর এই ঘটনার পর তা আরও জোরদার হল।

আফস্পা কী?

আফস্পা কী?

১৯৫৮ সালে সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দিয়ে জারি হয়েছিল আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট। এই আইন অনুযায়ী দেশের জঙ্গি উপদ্রুত এলাকা হিসেবে ঘোষিত জায়গায় নাশকতা রুখতে স্বতঃস্ফূর্ত অভিযান চালাতে পারবে সেনাবাহিনী। আর তার জন্য কেন্দ্রীয় সরকারের কোনও অনুমতি লাগবেনা। আর কাশ্মীরের সঙ্গে উত্তরপূর্বের বেশ কটি রাজ্যেও জারি আছে এই আইন। আর এবার নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও এই আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন। আর তাঁর সঙ্গে সুর মিলিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রীও।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
rally at tizit in nagaland in protest of the mon killings case,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X