For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টুইটারে ব্যাঙ্ক বেসরকারিকরণ নিয়ে আন্দোলনের ইঙ্গিত দিলেন রাকেশ টিকাইত!

টুইটারে ব্যাঙ্ক বেসরকারিকরণ নিয়ে আন্দোলনের ঘোষণা- রাকেশ টিকাইত

  • |
Google Oneindia Bengali News

শনিবার কৃষক নেতা রাকেশ টিকাইত সরকারী খাতের ব্যাঙ্কগুলির বেসরকারিকরণের বিরুদ্ধে আন্দোলন শুরু করবেন বলে ঘোষণা করেন। ২০২০ সালে আনা ৩টি নতুন কৃষি আইন বাতিল করার জন্য কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত থেকে ইঙ্গিত পেয়ে তিনি বর্তমানে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামবেন বলে জানান।

টুইটারে ব্যাঙ্ক বেসরকারিকরণ নিয়ে আন্দোলনের ইঙ্গিত দিলেন রাকেশ টিকাইত!

কৃষক নেতা সোশ্যাল মিডিয়ার একটি টুইটারে বলেন, '’৬ই ডিসেম্বর পাবলিক সেক্টরের ব্যাংকগুলোর বেসরকারিকরণের বিল সংসদে পেশ হতে চলেছে। সারা দেশে ব্যাঙ্কের বেসরকারিকরণের বিরুদ্ধে একই ধরনের আন্দোলনের প্রয়োজন আছে।'’ তিনটি খামার আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনের নেতৃত্বদানকারী নেতাদের মধ্যে একজন হলেন রাকেশ টিকাইত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২০ সালের নভেম্বর মাসের ১৯ তারিখ ঘোষণা করেছিলেন, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন NDA সরকার ৩ টি বিতর্কিত কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি তিনি এও বলেছিলেন, আইনগুলি কৃষকদের পক্ষে ছিল তবে কোনওভাবে তার সরকার কৃষকদের একটি অংশকে বোঝাতে সক্ষম হয়নি।

অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যাংক বেসরকারিকরণের আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনতে সংসদের চলমান শীতকালীন অধিবেশনে একটি বিল উপস্থাপন করার কথা রয়েছে। যা সরকারি থিঙ্ক-ট্যাঙ্ক নীতি আয়োগ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ককে বিনিয়োগের জন্য বাছাই করা হয়েছে। ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল চলতি বছরে পেশ করা হবে বলে জানা গিয়েছে। ব্যাঙ্কিং কোম্পানি Acquisition and Transfer of Undertakings Act (অ্যাকুইজিশন অ্যান্ড ট্রান্সফার অফ আন্ডারটেকিংস অ্যাক্ট) ১৯৭০- ১৯৮০ এবং ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯ এ সংশোধনীগুলির যথাযথ পরিবর্তনের জন্য।

উল্লেখ্য, কিছুদিন আগে কিষাণ মোর্চা একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পরে MSP সরকার ও কৃষকদের দাবি ও অনান্য বিষয় নিয়ে একটি কমিটির জন্য কেন্দ্রকে ৫ টি নাম দেওয়া হয়েছিল।

ঘূর্ণিঝড় জাওয়াদ কি শক্তি হারিয়েও মারাত্মক হবে! কী প্রভাব পড়বে বাংলার উপকূলেঘূর্ণিঝড় জাওয়াদ কি শক্তি হারিয়েও মারাত্মক হবে! কী প্রভাব পড়বে বাংলার উপকূলে

কিছুদিন আগে কিষাণ মোর্চা একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পরে এমএসপি সরকার ও কৃষকদের দাবি ও অনান্য বিষয় নিয়ে একটি কমিটির জন্য কেন্দ্রকে ৫ টি নাম দেওয়া হয়েছিল। কৃষক নেতা দর্শন পাল জানান, ৪ ডিসেম্বর কৃষক প্রতিনিধিদের নাম এসকেএম সভায় সিদ্ধান্ত করা হবে বলে জানিয়েছেন। তিনি আরও বলেন, এসকেএম থেকে যে ৫ জন কৃষকের নাম চেয়েছে তাদের কমিটির জন্য ফসলের ন্যূনতম সমর্থন মূল্য নিয়ে আমরা আলোচনা করব। কোন কোন নাম যাবে তা নিয়ে এখনও পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিইনি। আমরা ৪ ডিসেম্বর এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব বলে জানিয়েছিলেন।

English summary
Rakesh Tikait announced that he would launch a movement against the privatization of public sector banks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X