For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের দিল্লিতে কৃষক মিছিল, সংসদ অভিযানে ৪০ লক্ষ ট্রাক্টর, কড়া হুঁশিয়ারি রাকেশ টিকাইতের

Google Oneindia Bengali News

বিক্ষোভের সুর চড়ালেন কৃষকরা। নয়া তিন কৃষি আইন বাতিল না-করলে কৃষকরা সংসদ ঘেরাও করবেন বলে হুমকি দিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। যে কোনও সময়ে দিল্লি অভিযানের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এ জন্য বিক্ষোভরত কৃষকদের তৈরি থাকতেও বলেছেন তিনি।

অভিযানে থাকবে ৪০ লক্ষ ট্রাক্টর

অভিযানে থাকবে ৪০ লক্ষ ট্রাক্টর

মঙ্গলবার রাজস্থানের সিকালে সংযুক্ত কিষান মোর্চার কৃষক মহাপঞ্চায়েতে বক্তব্য রাখার সময় টিকাইত বলেন, 'এ বার সংসদ ঘেরাওয়ের ডাক দেওয়া হবে। আমরা এটা ঘোষণা করব ও তারপর দিল্লির পথে অভিযান চালাব। এ বার চার লক্ষ ট্রাক্টরের পরিবর্তে অভিযানে থাকবে ৪০ লক্ষ ট্রাক্টর।'

কবে হবে এই অভিযান?

কবে হবে এই অভিযান?

কবে এই অভিযান করা হবে তা খুব শিগগিরই ঠিক করা হবে বলে তিনি জানিয়েছেন। বিক্ষোভরত কৃষকরা ইন্ডিয়া গেটের কাছে পার্কের জমি চাষ করে সেখানে ফসল ফলাবেন বলেও হুঁশিয়ারি দেন টিকাইত।

'দেশের কৃষকরা তেরঙ্গাকে ভালোবাসেন'

'দেশের কৃষকরা তেরঙ্গাকে ভালোবাসেন'

২৬ জানুয়ারি ট্রাক্টর মিছিলে হিংসার ঘটনা ঘটিয়ে দেশের কৃষকদের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র চালানো হয়েছিল। তাঁর কথায়, 'দেশের কৃষকরা তেরঙ্গাকে ভালোবাসেন। তবে এই দেশের নেতারা তা ভালোবাসেন না।'

কেন্দ্রীয় সরকারের দিকে চ্যালেঞ্জ টিকাইতের

কেন্দ্রীয় সরকারের দিকে চ্যালেঞ্জ টিকাইতের

কেন্দ্রীয় সরকারের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে টিকাইত আরও বলেছেন, তিন কৃষি আইন বাতিল না-হলে বড় কোম্পানিগুলির গুদামঘর ধ্বংস করে দেবেন বিক্ষোভরত কৃষকরা। স্বরাজ আন্দোলনের নেতা যোগেন্দ্র যাদব, অল ইন্ডিয়া কিষান সভার জাতীয় সহ-সভাপতি আমরা রাম, কিষান ইউনিয়নের জাতীয় সাধারণ সম্পাদক চৌধরী যুধবীর সিং-সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন মহাপঞ্চায়েতে।

English summary
Rakesh Tikait said Farmers will hold a rally towards Parliament in Delhi with 40 lakh Tractors
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X