For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যসভা ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রাণভোমরা, সংসদে বললেন প্রধানমন্ত্রী মোদী

সোমবার শুরু হয় সংসদের শীতকালীন অধিবেশন। এর সঙ্গে রাজ্যসভার ২৫০তম অধিবেশনেরও সূচনা হয় আজ।

Google Oneindia Bengali News

সোমবার শুরু হয় সংসদের শীতকালীন অধিবেশন। এর সঙ্গে রাজ্যসভার ২৫০তম অধিবেশনেরও সূচনা হয় আজ। সেই উপলক্ষে রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুর সভাপতিত্বে 'ভারতীয় রাজনীতিতে রাজ্যসভার ভূমিকা' শীর্ষক একটি আলোচনা আয়োজন করা হয় রাজ্যসভায়। সেখানে ভাষণ রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

'রাজ্যসভা অনেক ইতিহাস গড়েছে'

ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "রাজ্যসভা অনেক ইতিহাসের সাক্ষী থেকেছে। অনেক ইতিহাস গড়েছে। এটি একটি দূরদৃষ্টি সম্পন্ন কক্ষ। নির্বাচনী রাজনীতি থেকে দূরে থাকা ব্যক্তিদের রাজ্যসভা দেশের উন্নয়নের কাজে যুক্ত হওয়ার অবকাশ প্রদান করে। ভারতের ভালোর প্রশ্ন যখনই আসে রাজ্যসভা সেই মুহূর্তের জন্য তৈরি থাকে। মনে করা হয়েছিল তিনতালাক বিল রাজ্যসভায় পাস করা যাবে না। তবে তা এই কক্ষ করে দেখিয়েছিল। জিএসটি সম্পর্কিত বিলও পাস করেছে এই কক্ষ।"

'দেশের উন্নতিতে আরও প্রত্যক্ষ ভূমিকা নিক রাজ্যসভা'

পাশাপাশি ৩৭০ ধারা প্রত্যাহার সম্পর্কিত বিল পাসের ক্ষেত্রে রাজ্যসভার ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এছাড়া অটল বিহারি বাজপেয়ির রাজ্যসভা সম্পর্কিত উক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, "অটলজী রাজ্যসভার বিষয়ে বলেছিলেন, এটি সংসদের দ্বিতীয় কক্ষ হতে পারে তবে এটি অপ্রধান বা দ্বিতীয় পর্যায়ের কক্ষ নয়। আজ আমি তাঁর এই ভাবনাকে সমর্থন করে বলছি, দেশের উন্নতির ক্ষেত্রে আরও প্রত্যক্ষ ভূমিকা নিতে হবে রাজ্যসভাকে"

এনসিপি ও বিজেডির প্রশংসা মোদীর

এদিকে রাজ্যসভায় সংসদীয় নিয়ম পালনের জন্য এনসিপি ও বিজু জনতা দলের প্রশংসা করেন মোদী। তিনি বলেন, "আজ আমি এনসিপি ও বিজেডির প্রশংসা করতে চাই। এই দুটি দল সংসদের নিয়ম মেনে চলেছে। এই দলগুলির সদস্যরা কখনই ওয়েলে নেমে বিক্ষোভ প্রদর্শন করেনি। তা সত্ত্বেও তারা তাদের দাবি জানিয়েছে সংসদে। প্রয়োজনে সরকারের বিরোধিতাও করেছে। আমি চাই আমার দল সহ বাকি দলরাও এই দলগুলির থেকে এই শিক্ষা নিক।"

'দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যতার প্রতিচ্ছবি রাজ্যসভা'

এরপর প্রধানমন্ত্রী রাজ্যসভাকে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রাণভোমরা হিসাবে আখ্যা দেন। তিনি বলেন, "রাজ্যসভা আমাদের দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যতাকে দর্শায়। আমাদের ভুললে চলবে না এই রাজ্যসভা থেকেই বাবাসাহেব আম্বেডকরের মতো ভারতীয় গণতন্ত্রের স্তম্ভ আমাদের দেশকে একটি সত্যিকারের গণতন্ত্রে পরিণত করে তুলেছিলেন।" তিনি বলেন, "এটি ২০১৯ সালের শেষ সমসদীয় অধিবেশন। এটা রাজ্যসভার জন্য খুব তাৎপর্যপূর্ণ অধিবেশন কারণ এটি এই কক্ষের ২৫০তম অধিবেশন। পাশাপাশি ২৬ নভেম্বর ভারতের সংবিধান গ্রহণের ৭০তম বার্ষিকী।"

English summary
rajyasabha is the soul of india's federal structure said modi during his speech at 250th session in upper house
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X