For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাদার টেরিজার রাজ্যে এত হিংসা কেন? রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল

মাদার টেরিজার রাজ্যে এত হিংসা কেন? রাজ্যের আইন-শৃঙ্খলা নিেয় প্রশ্ন তুললেন রাজ্যপাল

Google Oneindia Bengali News

ফের রাজ্য সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বৃহস্পতিবার মাদার হাউসে মিশনারিজ অব চ্যারিটির সেবিকাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যপাল। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তখনই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রাজ্যপাল।

মাদার টেরিজার রাজ্যে এত হিংসা কেন? রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জগদীপ ধনখড় বলেছেন, যে রাজ্যে মাদার েটরিজার মতো মানুষ ছিলেন সেখােন এত হিংসা কেন? পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। 'যে রাজ্যে মাদার টেরিজার মতো মানুষ থেকেছেন, সেখানে এত হিংসা কেন?' কটাক্ষ করলেন তিনি। পশ্চিমবঙ্গকে মহামানবদের ভূমি বলে দাবি করে তিনি বলেছেন, এই রাজ্যে অবস্থা অত্যন্ত দুঃখজনক।

প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকদিন ধরেই সিএএ-র প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য। একাধিক জায়গায় হিংসাত্মক আকার নিয়েছিল আন্দোলন। ট্রেনে আগুন ধরানো থেকে শুরু করে স্টেশনে ভাঙচুর চালানো হয়েছে। যার জেরে বেশ কিছুদিন উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

রাজ্যপাল এই নিয়েই প্রশ্ন তুলেছেন। রেলের উপর এই ধরনের হামলার ঘটনার নিন্দা করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। রাজ্যপাল অভিযোগ করেছেন রেলের উপর এই ধরনের হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। মেজরিটি যদি এই বিষয়ে চুপ করে থাকে, তবে তাঁদের চুপ করিয়ে দেওয়া হবে। এতে ক্ষতিগ্রস্ত হবে আগামী প্রজন্ম।

English summary
Rajyapal Jadeep Dhankhar raise concern over law and order situation of bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X