For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরিবেশ দূষণ রুখতে রাজ্যসভার নয়া উদ্যোগ, সদস্যদের জন্য চালু ইলেকট্রিক গাড়ি পরিষেবা

Google Oneindia Bengali News

শুক্রবার থেকে রাজ্যসভা সদস্যদের জন্য শুরু হল ইলেকট্রিক গাড়ির পরিষেবা। সংসদ ভবনের মধ্যে সদস্যদের যাতায়াতের জন্য ব্যবহৃত হবে এইগুলি। রাজ্যসভার মহাসচিব দেশ দীপক ভর্মা এই গাড়ি পরিষেবার উদ্বোধন করেন। গাড়িগুলো খতিয়ে দেখেন রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপ-রাষ্ট্রপতি ভেঙ্কইয়া নাইডুও। জানা গিয়েছে ইলেকট্রিক গাড়ির প্রচার বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফে। পরিবেশদূষণ রোধ এর মূল লক্ষ্য।

পরিবেশ দূষণ রুখতে রাজ্যসভার নয়া উদ্যোগ

গাড়িগুলি উদ্বোধন করার পর সাংবাদিকদের দীপক ভর্মা জানান, দিল্লিতে প্রতি বছর দূষণ বাড়তে থাকায় পরিবেশের উপর যেই প্রভাব পড়ছে তা এই উদ্যোগে কিছুটা হলেও কমবে। পাশাপাশি বাড়তে থাকা দূষণ নিয়ে চিন্তা প্রকাশ করে তিনি বলেন, "জলবায়ু দূষণ বৃদ্ধি বিশঅবের জন্য খুব বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের এই অবস্থায় বিকল্প স্বচ্ছ শক্তির উৎস খুঁজে বের করা খুব দরকার। সবুজ বাড়াতে ও দূষণে রোধে এর কোনও বিকল্প এই মুহূর্তে বিশ্বের কাছে নেই।"

তিনি এই উদ্যোগের বিষয়ে আরও বলেন, "রাজ্যসভার সচিবালয় তাদের গাড়ির মধ্যে এই ইলেকট্রিক গাড়ি যোগ করে একটি ছোট পদক্ষেপ গ্রহণ করেছে। এই ছোট ছোট উদ্যোগের মাধ্যমেই দূষণ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।"

এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড নামক ভারতে জ্বালানি শক্তি মন্ত্রকের অন্তর্গত সংস্থাকে দেশ জুড়ে ইলেকট্রিক গাড়ির প্রয়োজনীয়তা তুলে ধরার দায়িত্ব দেওয়া হয়েছে। সেই মন্ত্রকের সুপারিশেই রাজ্যসভার সচিবালয়ের এই উদ্যোগ বলেও জানা গিয়েছে।

English summary
rajya sabha secratariat flags off e vehicles for members to curb pollution
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X