For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিত শাহের বক্তব্যের পরই রাজ্যসভায় তুমুল হইচই, বুধবার সকাল পর্যন্ত মুলতুবি

অসমের জাতীয় নাগরিক পঞ্জীকরণ নিয়ে চূড়ান্ত গোলমালের আঁচ ছড়িয়ে পড়ল সংসদেও।

  • |
Google Oneindia Bengali News

অসমের জাতীয় নাগরিক পঞ্জীকরণ নিয়ে চূড়ান্ত গোলমালের আঁচ ছড়িয়ে পড়ল সংসদেও। এদিন সংসদের আসর বসতেই বিরোধীরা হইচই বাঁধিয়ে দেন। স্পিকার সুমিত্রা মহাজন জানান, একই ইস্যুতে বারবার আলোচনা সম্ভব নয়। এই নিয়ে সোমবার আলোচনা হয়ে গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক পাল্টা জানিয়ে দিয়েছে। যদিও বিরোধীরা নাছোড়বান্দা ছিল।

অমিত শাহের বক্তব্যের পরই রাজ্যসভায় তুমুল হইচই

তবে গোলমাল বাঁধে বিজেপি সভাপতি অমিত শাহ সংসদে বক্তব্য পেশ করতে উঠলে। তিনি সরাসরি কংগ্রেসকে নাগরিকপঞ্জী নিয়ে আক্রমণ করেন। বলেন, ৪০ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী এদেশে রয়েছে। তাদের কেন বিরোধীরা বাঁচাতে চাইছে।

১৯৮৫ সালে কংগ্রেস প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে অসম চুক্তি হওয়ার কথা টেনে আনেন অমিত। জানান, কংগ্রেস বিল বলবত করতে না পারলেও দম দেখিয়ে বিজেপি সেই বিল মোতাবেক কাজ করে দেখিয়েছে।

এরপরই বিরোধীরা ওয়েলে নেমে তুমুল বিক্ষোভ দেখায়, বিরোধিতা করে। এই ঘটনার সরাসরি প্রভাব বাংলাদেশের সঙ্গে সম্পর্কে পড়বে বলেও বিরোধীরা মনে করছে।

English summary
Rajya Sabha reconvened amid ruckus after Amit Shah attacks congress on NRC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X