For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রের অত্যাবশ্যকীয় পণ্য তালিকা থেকে বাদ আলু, পেঁয়াজ! সাধারণের বিপদ বাড়বে, অভিযোগ বিরোধীদের

কেন্দ্রের অত্যাবশ্যকীয় পণ্য তালিকা থেকে বাদ আলু, পেঁয়াজ! সাধারণের বিপদ বাড়বে, অভিযোগ বিরোধীদের

  • |
Google Oneindia Bengali News

কৃষি বিল নিয়ে বিতর্কের মধ্যেই এদিন রাজ্যসভায় পাশ হয়ে গেল অত্যাবশ্যকী পণ্য (সংশোধনী) অর্ডন্যান্স ২০২০। এর জেরে অত্যাবশ্যকীয় পণ্য তালিকার বাইরে চলে গেল আলু, পেঁয়াজ, ডাল, তৈল বীজ, ভোজ্য তেল।

লোকসভার পর বিল পাশ রাজ্যসভাতেও

লোকসভার পর বিল পাশ রাজ্যসভাতেও

অত্যাবশ্যকী পণ্য (সংশোধনী) অর্ডন্যান্স ২০২০ এর আগে লোকসভায় পাশ হয়ে গিয়েছিল। এদিন তা রাজ্যসভাতেও পাশ হয়ে গেল। এবার রাষ্ট্রপতির অনুমোদন পেলেই তা আইনে পরিণত হবে। তবে এই আইনে যুদ্ধ কিংবা দুর্ভিক্ষের সময় সরকার শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহকে নিয়ন্ত্রণ করতে পারবে।

 বিল পাশ করেত হুইপ বিজেপির

বিল পাশ করেত হুইপ বিজেপির

মঙ্গলবার যে এই বিল পাশ করা হবে তা আগে থেকেই ঠিক ছিল। যে কারণে সোমবার বিজেপি সাংসদদের উদ্দেশে তিন লাইনের হুইপ জারি করা হয়েছিল, মঙ্গলবার রাজ্যসভার অধিবেশনে উপস্থিত থাকার জন্য।

তালিকার বাইরে এল যেসব পণ্য

তালিকার বাইরে এল যেসব পণ্য

এই বিল পাশ হওয়ার ফলে আলু, পেঁয়াজ, ডাল, তৈল বীজ, দানা শস্য, ভোজ্য তেল অত্যাবশ্যকীয় পণ্য তালিকার বাইরে চলে এল।

 বিরোধীদের সমালোচনা

বিরোধীদের সমালোচনা

এই বিল নিয়ে কড়া সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, যেটুকু নিয়ন্ত্রণ ছিল, তাও তুলে দেওয়া হল। এই বিল পাশে সাধারণ মানুষের বিপদ বাড়বে বলেই মনে করেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।

বিহারের নির্বাচনী লড়াই থেকে ওয়াকওভার সপা-র, আরজেডিকে সমর্থন করে বিজেপিকে প্যাঁচে ফেলার সঙ্কল্প বিহারের নির্বাচনী লড়াই থেকে ওয়াকওভার সপা-র, আরজেডিকে সমর্থন করে বিজেপিকে প্যাঁচে ফেলার সঙ্কল্প

English summary
Rajya Sabha passes bill on essential commodities as potato, onion is out of this list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X