For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরএসএস-এর কাজে উদ্বুদ্ধ 'ধর্মনিরপেক্ষ' নেতা! সামাজিক কাজে পৈত্রিক বাড়ি দিলেন সাংসদ

উত্তর প্রদেশের আজমগড়ের নিজের পৈত্রিক বাড়ি সামাজিক কাজে ব্যবহারের জন্য তুলে দিলেন রাষ্ট্রীয় সেবা ভারতীর হাতে। রাষ্ট্রীয় সেবা ভারতী আরএসএস-এর একটি শাখা সংগঠন।

  • |
Google Oneindia Bengali News

উত্তর প্রদেশের আজমগড়ের নিজের পৈত্রিক বাড়ি সামাজিক কাজে ব্যবহারের জন্য তুলে দিলেন রাষ্ট্রীয় সেবা ভারতীর হাতে। রাষ্ট্রীয় সেবা ভারতী আরএসএস-এর একটি শাখা সংগঠন। অমর সিং বর্তমানে সমাজবাদী পার্টি থেকে বহিষ্কৃত রাজ্যসভার সাংসদ।

আরএসএস-এর কাজে উদ্বুদ্ধ ধর্মনিরপেক্ষ নেতা! সামাজিক কাজে পৈত্রিক বাড়ি দিলেন সাংসদ

অমর সিংকে বিষয়টি নিয়ে কোনও উত্তর দেওয়ার জন্য না পাওয়া গেলেও, বিষয়টি নিয়ে অবগত এক ব্যক্তি জানিয়েছেন, অমর সিং চেয়েছিলেন, তারোয়া গ্রামে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা সম্পত্তি কোনও একটি ভাল কাজে ব্যবহার করা হোক। সেই কাজই করেছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানিয়েছেন, নিজের বাবার স্মৃতিতে তিনি কিছু একটা করতে চেয়েছিলেন। কেননা তাদের ওই বাড়িটি ফাঁকাই পড়ে ছিল দীর্ঘদিন। বাড়িটি সেবা ভারতীর কর্মসূচি চালানোর জন্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরএসএস-এর কাজে উদ্বুদ্ধ ধর্মনিরপেক্ষ নেতা! সামাজিক কাজে পৈত্রিক বাড়ি দিলেন সাংসদ

সেবা ভারতী এবং সংঘের একাল বিদ্যালয় দেশব্যাপী যে কাজ করে, তাতে উদ্বুদ্ধ হয়েই সিদ্ধান্ত নিয়েছেন অমর সিং। জানিয়েছেন ওই ব্যক্তি।

এমাসের শুরুর দিকে রাষ্ট্রীয় সেবা ভারতীর একটি দল বাড়িটি পরিদর্শন করেছে বলে জানা গিয়েছে। এর আগে আরএসএস-এর প্রধান মোহন ভগবতের আমন্ত্রণে তিনদিনের কর্মশালায় যোগ দিয়েছিলেন অমর সিং। সেই সময় গুজব ছড়ায়, অমং সিং বিজেপিতে যোগ দিতে পারেন।

জুন মাসে অমর সিং টুইট করে বলেছিলেন, কুলুতে আরএসএস-এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। অযোধ্যায় রামমন্দির তৈরির দাবিকেও সমর্থন করেছিলেন।

English summary
Rajya Sabha MP Amar Singh allows RSS events to run from his UP Azamgarh's home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X