For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্চেই রাজ্যসভায় নির্বাচন, কটা আসন পেতে চলেছে বিজেপি

মার্চেই রাজ্যসভায় নির্বাচন, কটা আসন পেতে চলেছে বিজেপি

Google Oneindia Bengali News

মার্চেই শুরু হচ্ছে রাজ্যসভার ভোট। আসন সংখ্যা কমছে বিজেপি। মোট ৫৫টি আসনের মধ্যে বিজেপি ১২ থেকে ১৩ আসন দখলে রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

রাজ্য সভায় ভোট

রাজ্য সভায় ভোট

আগামী ২৬ মার্চ রাজ্যসভায় ভোট। মোট ৫৫টি আসনের জন্য ভোট গ্রহন করা হবে। ৬ মার্চের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে সব রাজনৈতিক দলকে। মনে করা হচ্ছে রাজ্য সভার আসন সংখ্যা বেড়ে ৯৪ থেকে ৯৫ করা হবে। তাহলে আবার নভেম্বরে বর্ধিত আসনের উপর ভোট গ্রহন হবে রাজ্য সভায়।

রাজ্য সভায় আসন কমছে বিজেপির

রাজ্য সভায় আসন কমছে বিজেপির

রাজ্যসভায় একটু দুর্বলই ছিল বিজেপি। সেই দুর্বলতা আরও বাড়তে চলেছে। আসন সংখ্যার হিসেবে দেখতে গেলে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থান এই তিনটি রাজ্যের আসন সংখ্যা সবচেয়ে বেশি রাজ্য সভায়। আর এই রাজ্যগুলির সবকটিই অবিজেপি রাজনৈতিক দলের শাসনে চলছে। এই তিনটি রাজ্য থেকে ১২ থেকে ১৩টার বেশি আসন বিজেপি পাচ্ছে না রাজ্য সভায়। এই মুহূর্তে বিজেপির মোট ২১ জন সদস্য রয়েছে রাজ্য সভায়। ২০২২ সালে সেটা কমে অর্ধেক হয়ে যাবে।

অবিজেপি দলগুলির দখলে বেশি আসন

অবিজেপি দলগুলির দখলে বেশি আসন

রাজ্য সভায় অবিজেপি দলগুলির দখলে রয়েছে বেশি আসন। তৃণমূল কংগ্রেসের একার দখলে ৫টা আসন। এডিএমকে, ডিএমকে প্রত্যেক দখলে তিনটে করে আসন। জেডিইউ, বিজেডি, আরজেডি এই তিনটি দলের প্রত্যেকর দখলে দুিট করে আসন থাকার কথা।

English summary
Rajya Sabha election in March, how many seats for BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X