For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যসভা নির্বাচন ২০২০: মণিপুরে জয় বিজেপির, গুজরাতে একটি আসনে কংগ্রেস, তিনটেতে জয়ী বিজেপি

  • By
  • |
Google Oneindia Bengali News

এদিন শুক্রবার দশটি রাজ্য মিলিয়ে মোট ২৪ টি রাজ্যসভা আসনে নির্বাচন হতে চলেছে। সকাল ন'টা থেকে বিকেল চারটে পর্যন্ত ভোটগ্রহণ হবে। বিকেল পাঁচটা নাগাদ ভোট গণনা করা হবে। এই মোট ২৪ টি আসনের মধ্যে ১৮ টিতে আগেই ভোট হওয়ার কথা ছিল। তবে করোনা ভাইরাস ও দেশজোড়া লকডাউনের কারণে তা পিছিয়ে দিতে হয়েছিল। পরে আরও ছয়টি আসন যুক্ত হয়। যেগুলিতে সদস্যদের জুন অথবা জুলাইতে কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা। একনজরে দেখে নেওয়া যাক রাজ্যসভা নির্বাচন সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট।

LIVE রাজ্যসভা নির্বাচন ২০২০: ২৪টি আসনের ভোটগ্রহণের আপডেট

Newest First Oldest First
10:46 PM, 19 Jun

গুজরাতে ১টি আসনে কংগ্রেস ও তিনটি আসনে বিজেপি জয়ী হয়েছে।
9:26 PM, 19 Jun

গুজরাতের ভোটিং ফের শুরু হল। কংগ্রেস দুই বিজেপি নেতার ভোট বাতিলের দাবি জানানোয় গোলমাল চলছিল।
9:10 PM, 19 Jun

কর্ণাটকে ২টি আসন বিজেপি জিতল। কংগ্রেস ও জেডিইউ একটি করে আসন পেয়েছে।
8:28 PM, 19 Jun

মিজোরামের একমাত্র আসন জিতল মিজো ন্যাশনাল ফ্রন্ট।
7:57 PM, 19 Jun

দুজন বিজেপি বিধায়কের ভোট বাতিল করার দাবি জানালেন কংগ্রেস বিধায়কেরা। এঁরা হলেন ভূপেন্দ্রসিং ও কেশরীসিং।
7:51 PM, 19 Jun

ঝাড়খণ্ডে বিজেপি ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা একটি করে রাজ্যসভা আসনে জয়ী হয়েছে।
6:49 PM, 19 Jun

রাজ্যসভার লড়াইয়ে রাজস্থানে কংগ্রেস ২টি ও বিজেপি ১ টি আসনে জয়ী হয়েছে।
6:29 PM, 19 Jun

অন্ধ্রপ্রদেশে চারটি রাজ্যসভা আসনেই জয়লাভ করল জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস।
6:23 PM, 19 Jun

মেঘালয়ে জয়লাভ করল এনপিপি। এমনটাই জানিয়েছেন কনরাড সাংমা।
6:13 PM, 19 Jun

মণিপুরের একটিমাত্র আসনে জয় পেল বিজেপি শিবির।
4:39 PM, 19 Jun

গুজরাতে ২ জন বিটিপি বিধায়ক ভোট বয়কট করায় সুবিধা পেতে পারে বিজেপি।
2:26 PM, 19 Jun

কংগ্রেসের তরফে বিজেপি বিধায়কদের প্রলোভন দেখানো হয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।
1:50 PM, 19 Jun

কংগ্রেস বিধায়ক ভোট দিতে চলে যাওয়ার পরে বিধানসভা চত্বর স্যানিটাইজ করার কাজ চলেছে।
1:12 PM, 19 Jun

মেঘালয়ে একটিমাত্র আসনে জয়ের বিষয়ে আশাবাদী মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।
1:03 PM, 19 Jun

মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং বিধানসভায় এসে ভোটদান করলেন।
1:02 PM, 19 Jun

মধ্যপ্রদেশে পিপিই কিট পরে কংগ্রেস বিধায়ক কুনাল চৌধুরী ভোট দিয়েছেন বলে জানা গিয়েছে। আগে তাঁর করোনা পজিটিভ ধরা পড়েছিল।
1:01 PM, 19 Jun

গুজরাতে বিটিপি দলের দুই সদস্য ভোট দেবেন না বলে জানিয়ে দিয়েছেন।
11:31 AM, 19 Jun

মেঘালয়ের শিলংয়ে একটি আসনে ভোটগ্রহণ চলছে।
11:17 AM, 19 Jun

রাজস্থান বিধানসভায় ভোট দিতে আসা বিধায়কদের থার্মাল স্ক্রিনিং করে ঢোকানো হচ্ছে।
11:06 AM, 19 Jun

গুজরাতে ভারতীয় ট্রাইবাল পার্টি বা বিটিপিকে নিয়ে নাটক জমে উঠেছে। বিটিপি-র দুটি ভোট রয়েছে। তাঁরা ভোটে অংশ নেবে না বলেছে। তবে ওই দুটি ভোট পেলে কংগ্রেসের সুবিধা হবে। ওদিকে বিজেপির প্রয়োজন মাত্র ১টি ভোট। এজন্য বিটিপিকে বাগে পেতে চলছে দড়ি টানাটানি।
10:44 AM, 19 Jun

ভোট দিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।
10:15 AM, 19 Jun

ভোটদানের আগে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ নিজের বাসভবনে কংগ্রেসের ৯২ জন বিধায়কের জন্য ব্রেকফাস্টের আয়োজন করেন।
10:14 AM, 19 Jun

গুজরাতে, ভারতীয় জনতা পার্টির বিধায়ক কেশারিসিংহ সোলঙ্কি ভোট দেওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্সে করে বিধানসভায় পৌঁছান।
10:13 AM, 19 Jun

রাজ্যসভা বিধানসভায় প্রথম ভোট দেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
10:13 AM, 19 Jun

মধ্যপ্রদেশ বিধানসভায় প্রথম ভোট দেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
9:05 AM, 19 Jun

৬ রাজ্যের রাজ্যসভা আসনের জন্য শুরু হল ভোটগ্রহণ পর্ব।
7:46 AM, 19 Jun

গুজরাতের চারটি আসনের জন্য বিজেপি তিনজন প্রার্থীর নাম নথিভুক্ত করেছে। কংগ্রেস নথিভুক্ত করেছে দুইজন প্রার্থীর নাম। বিজেপি-র তিনজন প্রার্থী হলেন অভয় ভরদ্বাজ, রামিলাবেন বারা এবং নরহরি আমিন। বিপরীতে কংগ্রেসের দুইজন প্রার্থী হলেন শক্তিসিং গোহিল এবং ভারতসিং সোলাঙ্কি।
7:45 AM, 19 Jun

এদিকে রাজ্যসভা নির্বাচনের জন্য দলীয় বিধায়কদের নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করল গুজরাত কংগ্রেস নেতৃত্ব।
7:45 AM, 19 Jun

কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল লড়াই করবেন রাজস্থানের বিজেপি প্রার্থী রাজেন্দ্র গেহলটের বিরুদ্ধে৷
7:45 AM, 19 Jun

ঝাড়খণ্ডের আসনের জন্য লড়াই করবেন জেএমএম সভাপতি শিবু সোরেন৷ এছাড়া ঝাডখণ্ডে লড়াইয়ে থাকবেন কংগ্রেস প্রার্থী শাহাজাদা আনোয়ার ও বিজেপি-র রাজ্য সভাপতি দীপক প্রকাশ৷
READ MORE

English summary
Rajya Sabha Election 2020: Get Live Updates of 24 seats voting in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X