কৃষি বিল পর্বের পর করোনা সংকটের জেরে রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য মুলতুবি
রাজ্য়সভা রবিবারই দেখেছে কৃষি বিল নিয়ে ভয়াবহ তাণ্ডব। এরপর সপ্তাহ শুরু হতেই সেই বিলের প্রতিবাদে দেশ জুড়ে প্রতিবাদের সুর চড়তে থাকে। এদিকে, সংসদের শুরুর দিন থেকেই বহু সাংসদকে কোভিড পজিটিভ পাওয়ায়, সংসদের অধিবেশন ঘিরে করোনারআবহে উদ্বেগ দেখা দিচ্ছিল। শেষমেশ এদিন রাজ্যসভাকে অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করা হয়।

করোনা সংকটের জেরে এই মুলতুবির সিদ্ধান্ত বলে খবর। নয়তো রাজ্যসভা আগামী ১ অক্টোবর পর্যন্ত কার্যকরী থাকার কথা ছিল। এদিকে, সংসদের উচ্চকক্ষে আজ অকোপেশনাল সেফটি, হেল্থ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড ২০২০ সহ একাধিক শিল্পক্ষেত্র বিষয়ক বিল পাশ হয়। যে বিলগুলি লোকসভায় ইতিমধ্যেই পাশ হয়ে রয়েছে। এই বিল পাশ হওয়ার পরই রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়েছে।
এদিকে, বিরোধীরা রাজ্যসভা মুলতুবি হওয়ার খবরের পরই বিরোধী জোট কৃষিবিল নিয়ে প্রতিবাদ কর্মসূচি ঘিরে একটি বিশেষ বৈঠক ডাকে। সমস্ত বিরোধীপক্ষ মিলে এদিন রাষ্ট্রপতির সঙ্গে বিকেল ৫ টায় দেখা করবে বলে জানা গিয়েছে।
বিজেপিতে বিরাট ভাঙন একুশের আগে, দিলীপ-গড়ের চার হেভিওয়েটের যোগদান তৃণমূলে