For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দুত্ব আর হিন্দু ধর্মে পার্থক্য করলেন সুপারস্টার রজনীকান্ত, বিজেপিকে দিলেন বার্তা

তামিল সুপারস্টার রজনীকান্ত কি রাজনৈতিক দল তৈরি করছেন, এনিয়ে প্রশ্ন অনেক দিনের। তবে সেই জল্পনার অবসান হতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

তামিল সুপারস্টার রজনীকান্ত কি রাজনৈতিক দল তৈরি করছেন, এনিয়ে প্রশ্ন অনেক দিনের। তবে সেই জল্পনার অবসান হতে চলেছে। সুপারস্টারের কাছের বলে পরিচিত কারাতে ত্যাগরাজন জানিয়েছেন বছরের মে, জুন মাসে নতুন রাজনৈতিক দলের ঘোষণা করবেন রজনীকান্ত।

নতুন রাজনৈতিক দল তৈরির পথে রজনীকান্ত

নতুন রাজনৈতিক দল তৈরির পথে রজনীকান্ত

জল্পনাই হতে যাচ্ছে বাস্তব। নতুন রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছেন তামিল সুপারস্টার রজনীকান্ত। মে, জুন মাসে তিনি এই রাজনৈতিক দলের কথা ঘোষণা করবেন বলে জানিয়েছেন সুপারস্টারের কাছের বলে পরিচিত কারাতে ত্যাগরাজন।

বিজেপি ও ডিএমকেকে আক্রমণ

বিজেপি ও ডিএমকেকে আক্রমণ

ত্যাগরাজন বিজেপি ও ডিএমকে-কে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, রজনীকান্ত হিন্দু ধর্মে বিশ্বাস করেন, কিন্তু হিন্দুত্বে নয়। রজনীকান্তের মোকাবিলায় ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের হোম ওয়ার্ক করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেছেন রজনীকান্তের কথা শীঘ্রই হেডলাইন হবে। উপনির্বাচনে এআইএডিএমকের কাছে ডিএমকে পরাজিত হয়েছে। সেই পরিস্থিতিতে রজনীকান্তের বিরুদ্ধে ডিএমকের মন্তব্যের সমালোচনা করেন তিনি। তাঁর দাবি ৯০ শতাংশ হিন্দুই ডিএমকে ক্যাডার।

২০২১-এর নির্বাচন ডিএমকে আর রজনীকান্তের মধ্যে

২০২১-এর নির্বাচন ডিএমকে আর রজনীকান্তের মধ্যে

তাঁর আরও দাবি ২০২১-এর নির্বাচন হতে চলেছে ডিএমকে আর রজনীকান্তের মধ্যে। আর রজনীকান্ত তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বলেও দাবি করেছেন তিনি। রাজনৈতিক দল তৈরি হলে গেলেই ডিএমকে আর এআইএডিএমকে থেকে অনেকেই রজনীকান্তের দলে যোগ দেবেন বলে দাবি করেছেন কারাতে ত্যাগরাজন।

২০১৭ সালে রাজনৈতিক দল তৈরির ইচ্ছা প্রকাশ

২০১৭ সালে রাজনৈতিক দল তৈরির ইচ্ছা প্রকাশ

২০১৭ সালে প্রথমবার রাজনৈতিক দল তৈরির ইচ্ছাপ্রকাশ করেছিলেন তামিল সুপারস্টার রজনীকান্ত।

English summary
Rajnikanth will announce his political party in May, June, says his close aide Karate Thiyagarajan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X