ভারতের বিরুদ্ধে জোট গঠন চিন-পাকিস্তানের! ফের 'ঢুকে মারার' হুঁশিয়ারি রাজনাথের
প্রয়োজনে সীমান্ত পেরিয়ে জঙ্গিদের আঘাত করতে সক্ষম ভারত। বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, দেশ গঠনের পর থেকেই পাকিস্তান সীমান্তে জঙ্গি কার্যকলাপে জড়িত। প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে তাঁর মন্তব্য, 'চিনের সঙ্গে আলোচনা চলছে। তবে এখনও কোনও সমাধান সূত্র মেলেনি। সামরিক স্তরেও আলোচনা চলবে।'

চিন নিজের সীমান্তে পরিকাঠামোগত অনেক উন্নয়ন করছে
এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী বলেন, 'চিন নিজের সীমান্তে পরিকাঠামোগত অনেক উন্নয়ন করছে। ভারতও সীমান্ত এবং সেখানে সেনার জন্য দ্রুত পরিকাঠামোগত উন্নয়ন করছে। কোনও দেশে আক্রমণ করার জন্য এই বিকাশ নয়। আমাদের জনগণের জন্য এই উন্নয়ন।'

ভারতীয় সেনা যথাযোগ্য জবাব দিয়েছে পাকিস্তানকে
পাকিস্তান প্রসঙ্গে রাজনাথ সিং বলেন, 'কয়েকমাসের মধ্যে পাকিস্তান ৩০০-৪০০ বার সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তবে ভারতীয় সেনাও তার যথাযোগ্য জবাব দিয়েছে। জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনী সন্ত্রাসবাদ নির্মূল করার উদ্দেশে কাজ করছে।'

সন্ত্রাসবাদ নির্মূল করার ডাক
তিনি বলেন, 'দেশের সেনা প্রমাণ করেছে, সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য তারা সবকিছু করতে পারে এবং প্রয়োজনে সন্ত্রাসবাদীদের আস্তানায় ঢুকেও আক্রমণ করতে পারে। ভারতের সেই ক্ষমতা আছে। ভারত এমন কিছু সহ্য করবে না যা তার আত্মসম্মানকে ক্ষুণ্ণ করে। নরম হওয়ার অর্থ এই নয় যে কেউ আমাদের গৌরবে আঘাত করবে আর আমরা তা মুখ বুজে সহ্য করব। ভারত তার গৌরবের সঙ্গে কোনও আপোস করবে না।'
'অধিকারী সম্ভ্রমে' আঘাত, 'কাঁথি' বনাম 'কালীঘাট'-এর লড়াইয়ে পদ্মফুলে শিশিরবিন্দু!