For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের বারংবার হামলার মাঝেই পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে জল্পনা উস্কে দিয়ে বক্তব্য রাজনাথ সিংয়ের!

Google Oneindia Bengali News

একদিকে লাদাখে চিনা আগ্রাসন, অন্যদিকে কাশ্মীর সীমান্তে পরপর পাকিস্তানের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন। এরই মাঝে আজ এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে 'জম্মু-কাশ্মীর জন সংবাদ র‌্যালি'-তে ভাষণ দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সকাল ১১টায় শুরু হয় এই সভা।

ভারতের সঙ্গে যুক্ত হতে চাইবে পাক-অধিকৃত কাশ্মীর

ভারতের সঙ্গে যুক্ত হতে চাইবে পাক-অধিকৃত কাশ্মীর

এদিন সভায় রাজনাথ সিং দাবি করেন, শীঘ্রই ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য পাক-অধিকৃত কাশ্মীরের জনগণ আওয়াজ তুলবেন। তিনি বলেন, 'একটু অপেক্ষা করুন, শীঘ্রই পাক-অধিকৃত কাশ্মীরের মানুষরা ভারতের সঙ্গে থাকার দাবি জানাবেন এবং পাকিস্তানের অধীনে থাকবে না। আর যেদিন সেটা হবে, সেদিন আমাদের সংসদের লক্ষ্য পূরণ হবে।'

৩৭০ ধারা নিয়ে এদিন কংগ্রেসকে খোঁচা

৩৭০ ধারা নিয়ে এদিন কংগ্রেসকে খোঁচা

৩৭০ ধারা নিয়ে এদিন কংগ্রেসকে খোঁচা দিতেও ছাড়েননি রাজনাথ। তিনি কংগ্রেসের বিরুদ্ধে ইচ্ছে করে কাশ্মীর সমস্যা জিইয়ে রাখার অভিযোগ আনেন। এধিন তিনি বলেন, 'আগে এখআনে কাশ্মীরি আজাদি স্লোগান শোনা যেত। পাকিস্তান ও আইএস-এর পতাকা দেখা যেত। এখন এখানে শুধু ভআরতের পতাকা দেখা যায়।'

লাদাখে সীমান্ত সমস্যা নিয়ে রাজনাথের বক্তব্য

লাদাখে সীমান্ত সমস্যা নিয়ে রাজনাথের বক্তব্য

লাদাখে সীমান্ত সমস্যা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'ভারত ও চিনের মধ্যে সীমান্ত বিরোধ দীর্ঘদিন ধরেই চলছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এর সমাধান করতে চাই। দুই দেশের মধ্যে ৬ জুনের আলোচনা যথেষ্ট ইতিবাচক ছিল এবং সমস্যা সমাধানের জন্য আলোচনা চালিয়ে যেতে সম্মত হয় উভয় পক্ষই।'

চিনকে রাজনাথের হুঁশিয়ারি

চিনকে রাজনাথের হুঁশিয়ারি

এরপর চিনকে একপ্রকার হুঁশিয়ারি দিয়ে এদিন রাজনাথ বলেন, 'আমি সবাইকে আস্বস্ত করতে চাই যে ভারতীয় জাতীয়তাবাদকে খর্ব করে এমন কোনও কাজ এই সরকার করবে না। ভআরতের গৌরব সবার উপরে। ভআরত এখন আর দুর্বল রাষ্ট্র নয়। আমাদের শক্তি অনেকগুণ বেড়েছে। আমি এসব বলে কাউকে ভয় দেখাতে চাই না। তবে আমাদের সুরক্ষার দায়িত্ব আমরা ভালো ভাবে সামলাতে পারি।'

দেশের আত্মমর্যাদায় কোনও আপস করব না

দেশের আত্মমর্যাদায় কোনও আপস করব না

এর আগে মহারাষ্ট্র জন সংবাদ র‌্যালির ভাষণে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, 'জনগণকে আশ্বস্ত করতে চাই, সীমান্ত সমস্যা সমাধানে আমরা দৃঢ়প্রতিজ্ঞ এবং দেশের আত্মমর্যাদায় কোনও আপস করব না।'

English summary
Rajnath Singh voiced speculative threat to pakistan on POK issue during jammu and kashmir samvad rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X