For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'১০ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি হবে ভারতের ', মন্দার বাজারে হুঙ্কার রাজনাথের

দেশের সাম্প্রতিক আর্থিক মন্দা নিয়ে রীতিমতো সমালোচনায় মুখর বিরোধী শিবির।

  • |
Google Oneindia Bengali News

দেশের সাম্প্রতিক আর্থিক মন্দা নিয়ে রীতিমতো সমালোচনায় মুখর বিরোধী শিবির। তবে এমন পরিস্থিতি তৈরির আগে গত ১৫ অগাস্ট লালকেল্লার বুক থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে ভারত এবার ৫ ট্রিলিয়ান ডলারের অর্থনীতির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আর সেই বার্তাকে ছাপিয়ে এবার দিল্লির বুক থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দিলেন, আগামী দিনে ২০৩০ সালের মধ্যে ভারত ১০ ট্রিলিয়ান মার্কিন ডলারের লক্ষ্যে এগিয়ে যাবে।

১০ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি হবে ভারতের , মন্দার বাজারে হুঙ্কার রাজনাথের

এদিন রাজনাথ সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ' ২০২৪ সালের মধ্যে ৫ ট্রিলিয়ানর অর্থনীতি আমাদের লক্ষ্যে। তবে আমি মনে করি, আমাদের (দেশে) যা ক্ষমতা রয়েছে তাতে ১০-১৫ বছরের মধ্যে আমরা ১০ ট্রিলিয়ান অর্থনীতিতে পৌঁছে যাব। '

প্রসঙ্গত, ভারতে বিনিয়োগের ক্ষেত্রের বিচারে মানদণ্ড 'স্টেবল' থেকে 'নেগেটিভ' এ পৌঁছেছে। এমন তত্ত্ব দিয়েছে মুডিস ইনভেস্টর্স সার্ভিস। এরপরদিনই রাজনাথের বার্তা ঘিরে ফের আলোচনা শুরু হয়েছে।

মুডিস ইনভেস্টর্স সার্ভিসের এই মান পরিবর্তনের নেপথ্যে ভারতের জিডিপির হারের পতন, ঋণের পরিমাণ সমেত একাধিক বিষয় উঠে এসেছে। সেখানে বলা হয়েছে যে, ভারতের সরকারের বেশ কয়েকটি সিদ্ধান্ত রীতিমতো ক্ষতি করেছে ভারতীয় অর্থনীতির। প্রসঙ্গত, ২ বছর আগেই এই মানদণ্ডে ভারতে বিনিয়োগের পরিস্থিতি স্থিতিশীল বলে দাবি করেছিল মুডিস ইনভেস্টর্স সার্ভিস। তবে এখন তাদের দাবি, ভারতের বিনিয়োগ করা সেভাবে লাভজনক নয়।

English summary
Rajnath Singh Says India will be 10 trillion dollar economoy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X