For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিরক্ষা ক্ষেত্রে 'আত্মনির্ভর' হওয়ার বার্তা! চিন-পাকিস্তানের প্রতি হুঙ্কার রাজনাথ সিংয়ের

Google Oneindia Bengali News

সীমান্ত সুরক্ষায় ভারত আর অন্য দেশের উপর নির্ভরশীল নয়৷ মঙ্গলবার এই কথা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ এদিন তিনি বেঙ্গালুরুতে হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড বা হ্যালের দ্বিতীয় লাইট কমব্যাট এয়ারক্রাফটের প্রোডাকশান লাইনের উদ্বোধন করতে গিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী৷ সেই অনুষ্ঠানেই তিনি এই কথা বলেন৷ একই সঙ্গে তিনি আগামিদিনেও হ্যালকে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে আরও বরাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন৷

সশস্ত্র বাহিনীর কাছ থেকে হ্যাল ৪৮ হাজার কোটি টাকার বরাত পেয়েছে

সশস্ত্র বাহিনীর কাছ থেকে হ্যাল ৪৮ হাজার কোটি টাকার বরাত পেয়েছে

প্রতিরক্ষামন্ত্রী বলেন, 'কোভিড প্যানডেমিকের পরিস্থিতির মধ্যেও সশস্ত্র বাহিনীর কাছ থেকে হ্যাল ৪৮ হাজার কোটি টাকার বরাত পেয়েছে৷ দেশে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে এটা সর্বোচ্চ পর্যায়ের বরাত৷ এই সরঞ্জাম প্রস্তুতকরণ বায়ুসেনাকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাবে৷'

৮৩টি লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট কিনবে সরকার

৮৩টি লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট কিনবে সরকার

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি জানুয়ারির ১৩ তারিখ ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে৷ প্রতিরক্ষা ক্ষেত্রে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অন্তর্গত এই বরাদ্দ৷ এতে ৮৩টি লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজস মার্ক১এ যুদ্ধবিমান কিনবে সরকার৷

অনেক দেশই তেজস এম১এ যুদ্ধবিমান তৈরি করাতে চাইছে

অনেক দেশই তেজস এম১এ যুদ্ধবিমান তৈরি করাতে চাইছে

শুধু ভারত নয়, এবার বিদেশের জন্যও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সুযোগ পাবে হ্যাল৷ এদিন প্রতিরক্ষামন্ত্রী এমনই প্রতিশ্রুতি দিয়েছেন ওই সংস্থাকে৷ তাঁর কথায়, অনেক দেশই তেজস এম১এ যুদ্ধবিমান তৈরি করাতে চাইছে৷ সেই বরাতগুলিই পাবে হ্যাল৷ পাশাপাশি রাজনাথ সিং জানান, তেজস শুধুমাত্র দেশীয় প্রযুক্তিতেই তৈরি নয়, এই যুদ্ধবিমান বিদেশে তৈরি অন্য যুদ্ধবিমানের চেয়ে ভালো৷ এর ইঞ্জিনের ক্ষমতা, ব়্যাডার সিস্টেম, মিসাইল দৃশ্যমানতার থেকেও দূরে ছোড়া যায়, আকাশেই জ্বালানি ভরতে সক্ষম৷ আর এই রক্ষণাবেক্ষণের খরচও কম৷ প্রতিরক্ষামন্ত্রীর আশা, আগামী তিন-চার বছরে ভারত প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতিতে ১.৭৫ লক্ষ কোটি টাকার লক্ষ্য পূরণ হয়ে যাবে৷

English summary
Rajnath Singh said that India Can not rely on other nations for its own security
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X