For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও শক্তিশালী ভারতীয় বিমান বাহিনী, অন্তর্ভুক্ত হল দেশীয় পদ্ধতিতে তৈরি লাইট কমব্যাট হেলিকপ্টার

আরও শক্তিশালী ভারতীয় বিমান বাহিনী, অন্তর্ভুক্ত হল দেশীয় পদ্ধতিতে তৈরি লাইট কমব্যাট হেলিকপ্টার

Google Oneindia Bengali News

সোমবার দেশীয় পদ্ধতিতে তৈরি লাইট কমব্যাট হেলিকপ্টার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর উপস্থিতিতে রাজস্থানের যোধপুরে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হল। এই হেলিকপ্টার যুদ্ধের কাজে ব্যবহার করা হবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, এটি বিমান বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

কী বললেন রাজনাথ সিং

কী বললেন রাজনাথ সিং

দেশীয় পদ্ধতিতে তৈরি লাইট কমব্যাট হেলিকপ্টার বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করার সময় রাজনাথ সিং বলেন, এটি বিমান বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।স্বাধীনতার পর থেকেই ভারতীয় বিমানবাহিনী বিদেশি হেলিকপ্টারের ওপর নির্ভর করত। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় এই নির্ভরতা দূর করার প্রয়োজনীয়তা অনুভব করা হয়। সময় পরিবর্তন হচ্ছে। ভারত বিদেশি নির্ভরতা ছেড়ে ক্রমেই নিজেদের দেশীর পদ্ধতিতে তৈরি হেলিকপ্টারের ওপর নির্ভর হয়ে উঠবে বলে তিনি মনে করছেন।

অতিরিক্ত উচ্চতাতে সমান ভাবে কার্যকরী

অতিরিক্ত উচ্চতাতে সমান ভাবে কার্যকরী

এই লাইট কমব্যাট হেলিকপ্টারগুলি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড তৈরি করেছে। ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর ভারত প্রকল্পের উদ্যোগে এই হেলিকপ্টার তৈরি করা হয়েছে। প্রতিরক্ষা খাতে দেশীয় উৎপাদনের ওপর ভারত সরকার আগের থেকে অনেক বেশি জোর দিচ্ছে। দেশীয় পদ্ধতিতে তৈরি এই যুদ্ধ হেলিকপ্টারগুলোর প্রধান বৈশিষ্ট্য হল অনেক উচ্চতাতেও এদের কার্যক্ষমতা হ্রাস পায় না। রাতেও হেলিকপ্টারগুলো ভালো কাজ করবে। এই হেলিকপ্টারগুলোর ক্র্যাশ যোগ্য ল্যান্ডিং গিয়ার রয়েছে।

বাড়বে ভারতীয় বিমান বাহিনীর ক্ষমতা

বাড়বে ভারতীয় বিমান বাহিনীর ক্ষমতা

ভারতীয় বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী বলেন, লসিএইচের অন্তর্ভুক্তি দেশের ও বিমান বাহিনীর ক্ষমতাকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেবে। পরীক্ষায় দেখা গিয়েছে, এই যুদ্ধ হেলিকপ্টারগুলো হিমালয় অঞ্চলে সমানভাবে কার্যকর। এই অন্তর্ভুক্তি অনুষ্ঠানের আগে একটি প্রার্থনার আয়োজন করা হয়েছিল। সেই প্রার্থনাসভাতে বিভিন্ন ধরনের মানুষ অংশগ্রহণ করেছিলেন।

পাহাড় ও মরুভূমিতেও সমানভাবে কার্যকর

পাহাড় ও মরুভূমিতেও সমানভাবে কার্যকর

সোমবার লাইট কমব্যাট হেলিক্টারের বিমান বাহিনীতে অন্তর্ভুক্তির অনুষ্ঠানে যোগ দিতে সোমবার যোধপুরে পৌঁছন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জানা গিয়েছে, বিমানবাহিনীতে অন্তর্ভুক্তির আগে লাইট কমব্যাট হেলিকপ্টার গুলোকে পাহাড়ি অঞ্চলে ও মরুভূমি অঞ্চলে চালানো হয়েছিল। সেখানে হেলিকপ্টারগুলো ভালো ফলাফল করেছিল। গত তিন চার বছরে একাধিক হেলিকপ্টার বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে লাইট কমব্যাট হেলিকপ্টার এই প্রথম বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হল। এই হেলিকপ্টারগুলো যে কোনও আবহাওয়ার একসঙ্গে ২৪ঘণ্টা উড়তে সক্ষম হবে। জঙ্গল, শহর, মরুভূমি বা পার্বত্য অঞ্চলে জরুরি অপারেসন লাইট কমব্যাট হেলিকপ্টার অত্যন্ত কার্যকরী হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

ভোটে জিতলে প্রতি গরুর জন্য দিনে ৪০ টাকা করে দেবেন, গুজরাতে ভোট প্রতিশ্রুতি কেজরওয়ালেরভোটে জিতলে প্রতি গরুর জন্য দিনে ৪০ টাকা করে দেবেন, গুজরাতে ভোট প্রতিশ্রুতি কেজরওয়ালের

English summary
Army aviation introduction of first generation Light Combat Helicopter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X