For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেজরিওয়ালের বাড়িতে মুখ্যসচিবকে মারধরের অভিযোগ, কড়া প্রতিক্রিয়া রাজনাথের

দিল্লি সরকারের মুখ্য সচিব অংশু প্রকাশকে মারধরের অভিযোগ ঘিরে উত্তপ্ত রাজধানীর রাজনীতি। সেখানে সরকারি আমলা তথা আইএএস অফিসারদের একটি প্রতিনিধি দল এ নিয়ে দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে

  • |
Google Oneindia Bengali News

দিল্লি সরকারের মুখ্য সচিব অংশু প্রকাশকে মারধরের অভিযোগ ঘিরে উত্তপ্ত রাজধানীর রাজনীতি। ইতিমধ্যেই সেখানে সরকারি আমলা তথা আইএএস অফিসারদের একটি প্রতিনিধি দল এ নিয়ে দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে। ঘটনার কথা জানিয়ে টুইটও করেছেন রাজনাথ সিং।

কেজরিওয়ালের বাড়িতে মুখ্যসচিবকে মারধর, কড়া প্রতিক্রিয়া রাজনাথ সিং-এর

টুইটারে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, 'লেফটনেন্ট গর্ভনরের থেকে একটি রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। ন্যায় বিচার হবে। আইএএস অফিসার ও তাঁদের নিম্নবর্গীয় কর্মীদের একটি প্রতিনিধি দল এদিন দিল্লিতে আমারা সঙ্গে দেখা করেছে পরিস্থিতির প্রেক্ষিতে'। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সম্মানের সঙ্গে কাজ করতে দেওয়া হোক সিভিল সার্ভেন্টদের।

অন্যদিকে ঘটনার জেরে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে আম আদমি পার্টি। তাদের দাবি গোটা ঘটনাটি মিথ্যা, মুখ্য সচিবের দাবিও মিথ্যা। এর আগে, মুখ্য সচিবের অভিযোগ করেন, আপ বিধায়ক অজয় দত্ত , কেজরিওয়ালের সামনেই তাঁকে মারধর করেন। আর ক্ষুব্ধ মুখ্যসচিব এ নিয়ে দিল্লি সরকারের সমস্ত সচিবদের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসেন বলে সূত্রের দাবি। বৈঠকের ঠিক করা হয়েছে যে একটি এফআইআর দায়ের করা হবে এই ঘটনার প্রেক্ষিতে। এর মধ্য়ে ঘটনার কথা দিল্লির রাজ্যপালকে জানিয়েছেন অংশু প্রকাশ।

English summary
Expressing pain over Delhi Chief Secretary Anshu Prakash’s claim that he was abused and assaulted by two AAP MLAs at Chief Minister Arvind Kejriwal’s residence late Monday evening, Home Minister Rajnath Singh on Tuesday said that the MHA has sought a report from Lieutenant Governor Anil Baijal in the case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X