রাফায়েল বিমান পুজো নিয়ে মুখ খুললেন রাজনাথ
ফ্রান্সে রাফাল বিমান হাতে পাওয়ার দিন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর অস্ত্রপুজোর সমালোচনায় সরব হয়েছিলেন বিরোধীরা। হরিয়ানার কারনালে দলীয় প্রার্থীর প্রচারে গিয়ে কংগ্রেসের সেই সমালোচনার জবাব দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, রাফালের সূচনায় অস্ত্রপুজো করে দেশের সুরক্ষার কামনা করেছেন তিনি। এর মধ্যে সাম্প্রদায়ীকতা বা হিন্দুত্বকরণের কোনও প্রশ্নই নেই। ফ্রান্সে যেখানে রাফালের পুজো করেছিলেন রাজনাথ সেখানে সব ধর্মের মানুষ উপস্থিত ছিলেন বলে দাবি করেছেন তিনি।

ভারতীয় বায়ুসেনা রাফাল যুদ্ধ বিমানের সামিল হওয়াকে অভ্যর্থনা না জানিয়ে কংগ্রেস তার সমালোচনা করে পাকিস্তানকে সুযোগ করে দিচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। তিনি দাবি করেছেন বালাকোট এয়ারস্ট্রাইকের আগে থেকেই রাফাল যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনায় সামিল করার পরিকল্পনা করে ফেলেছেন তিনি।
একই সঙ্গে হরিয়ানার কংগ্রেস শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তিনি। রাজনাথ দাবি করেছেন আগের হরিয়ানায় যাঁরা শাসন করেছেন তাঁরা দিল্লি থেকে হরিয়ানা শাসন করতেন। কিন্তু মনোহরলাল খট্টর হরিয়ানার মাটিতে থেকে সেখানকার বাসিন্দাদের কথা ভেবে কাজ করেন।
[ চাপের মুখে ঢোক গিলতে হল আইনমন্ত্রীকে,নিজের মন্তব্য ফেরালেন রবিশঙ্কর প্রসাদ]