For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষকদের ভুল পথে চালিত করার চেষ্টা! রাজ্যসভায় যা হয়েছে তা লজ্জাজনক, বিরোধীদের আক্রমণ রাজনাথের

এদিন রাজ্যসভায় যা হয়েছে, তা দুঃখের এবং লজ্জাজনক। প্রসঙ্গত এদিন রাজ্যসভায় পাশ হয়ে যায় ফার্ম বিল। তাঁর আগে অবশ্য বারে বারে উত্তাল হয়েছে রাজ্যসভা। তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে রুল বুক ছেঁড়ার চেষ্টা ক

  • |
Google Oneindia Bengali News

এদিন রাজ্যসভায় যা হয়েছে, তা দুঃখের এবং লজ্জাজনক। প্রসঙ্গত এদিন রাজ্যসভায় পাশ হয়ে যায় ফার্ম বিল। তাঁর আগে অবশ্য বারে বারে উত্তাল হয়েছে রাজ্যসভা। তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে রুল বুক ছেঁড়ার চেষ্টা করতে দেখা যায়।

রাজ্যসভায় ফার্ম বিল নিয়ে বিতর্ক! নেত্রীর কথা স্মরণ করে রুল বুক ছিঁড়ে ফেলার চেষ্টা ডেরেকেররাজ্যসভায় ফার্ম বিল নিয়ে বিতর্ক! নেত্রীর কথা স্মরণ করে রুল বুক ছিঁড়ে ফেলার চেষ্টা ডেরেকের

 দুটি বিলই ঐতিহাসিক

দুটি বিলই ঐতিহাসিক

রাজনাথ সিং বলেন, এদিন রাজ্যসভায় দুটি বিল নিয়ে আলোচনা চলছিল। দুটি বিলই কৃষক এবং কৃষির জন্য ঐতিহাসিক। কৃষকদের আয় সাধারণভাবে বেশি হবে।

কৃষকদের ভুল পথে চালনার চেষ্টা

কৃষকদের ভুল পথে চালনার চেষ্টা

রাজনাথ বলেন, ন্যুনতম সহায়কমূল্য নিয়ে কৃষকদের ভুল বোঝানো হচ্ছে। বলা হচ্ছে ন্যুনতম সহায়কমূল্য আর থাকবে না। কৃষকরা এখন যেখানে চাইবেন, তাদের উৎপাদিত ফসল বেঁচতে পারবেন।

রাজ্যসভায় যা হয়েছে, তা দুঃখের এবং লজ্জাজনক

রাজ্যসভায় যা হয়েছে, তা দুঃখের এবং লজ্জাজনক

রাজ্যসভায় যা হয়েছে, তা দুঃখের এবং লজ্জাজনক। মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, শাসকদল সংসদ সঠিকভাবে চলায় দায়ী থাকে। তবে দায়িত্ব থাকে বিরোধীদেরও। সবাই দেখেছে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের সঙ্গে কী করা হয়েছে। রাজনাথ বলেন, এর আগে লোকসভা কিংবা রাজ্যসভায় এই ধরনের ঘটনা ঘটেনি।

তিনিও কৃষক

তিনিও কৃষক

রাজনাথ সিং বলেন, তিনিও কৃষক। তিনি মনে করেন না, সরকার যদি কিছু করে, তা কৃষকদের জন্য ক্ষতির হবে।

English summary
Rajnath Singh condemns Rajyasabha ruckus and says he is also a farmer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X