For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদে দাঁড়িয়েই তৃণমূলের অভিযোগ খণ্ডন করলেন রাজনাথ সিং, কী বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে দাঁড়িয়েই তৃণমূলের অভিযোগ খণ্ডন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

  • |
Google Oneindia Bengali News

সংসদে শিলচর কাণ্ডে দলীয় সাংসদ ও নেতা-নেত্রীদের হেনস্থা কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে তৃণমূল নেতৃত্ব। এদিন শুরু থেকেই সংসদের দুই কক্ষে হট্টগোল করে বিক্ষোভ দেখান ডেরেক ও'ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। তার পাল্টা হিসাবে সংসদে দাঁড়িয়েই তৃণমূলের অভিযোগ খণ্ডন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

সংসদে দাঁড়িয়েই তৃণমূলের অভিযোগ খণ্ডন করলেন রাজনাথ সিং, কী বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

লোকসভায় রাজনাথ বলেছেন, ফিরে যেতে বলা সত্ত্বেও তৃণমূল নেতৃত্ব নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে তর্ক জুড়ে দেয়। অসমের ইন্টেলিজেন্স সূত্রে পাওয়া খবর অনুযায়ী শিলচরেই তৃণমূল নেতৃত্বকে আটকানো হয়। জেলা প্রশাসন করজোড়ে তাঁদের বাইরে যেতে নিষেধ করেন। বিমানবন্দরে হুড়োহুড়ি হয়।

রাজনাথ আরও বলেছেন, বৃহস্পতিবার দুপুরে ১টা ৫৫ মিনিটে তৃণমূল সাংসদরা পৌঁছন। সেখান থেকেই তাঁদের ফিরে যেতে বলা হয়। নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্ক জুড়লে সিআরপিসি ১৫১ ধারা অনুযায়ী তাঁদের গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে ৭টায় তৃণমূল নেতৃত্বকে দিল্লি ও কলকাতায় ফেরত পাঠানো হয়েছে।

এনআরসি বিতর্কে রাজনাথ বলেন, এনআরসি নিয়ে চূড়ান্ত খসড়া পেশ হয়েছে। এটা চূড়ান্ত তালিকা নয়। ১৯৫১ সালেই প্রথম এনআরসি তৈরি হয়েছিল। বর্তমান সরকার তার উপরে ভিত্তি করে সুপ্রিম কোর্টের আইন মেনেই এগিয়েছে। আসল ভারতীয়দের সঙ্গে কোনও বৈষম্য করা হবে না। মানুষ নিজেদের বৈধতা প্রমাণের সুযোগ পাবেন। নাম না থাকলে ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন করা যেতে পারে। এই তালিকার ভিত্তিতে কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না বলেও রাজনাথ স্পষ্ট জানিয়েছেন।

[আরও পড়ুন: চাপে পড়ে সিদ্ধান্ত বদল কেন্দ্রীয় সরকারের, সুপ্রিম কোর্টে বড় জয় পেলেন তৃণমূল সাংসদ ][আরও পড়ুন: চাপে পড়ে সিদ্ধান্ত বদল কেন্দ্রীয় সরকারের, সুপ্রিম কোর্টে বড় জয় পেলেন তৃণমূল সাংসদ ]

পাল্টা তৃণমূল নেতৃত্বকে তোপ দেগে বিজেপির অভিযোগ, কেন গোলমাল পাকাতে তৃণমূল অসমে গিয়েছিল? অসমের মতো শান্ত রাজ্যে গোলমাল পাকানোই কি তৃণমূলের উদ্দেশ্য ছিল?

প্রসঙ্গত, বিজেপি রাজ্য নেতৃত্বের তরফে দিলীপ ঘোষও বৃহস্পতিবার একই অভিযোগ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদদের অসম বিমানবন্দরে নিগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, ঝামেলা পাকাতে গিয়েছিলেন। অসমে এত বড় ঘটনার পরও একটা ঝামেলা-অশান্তি হয়নি। তৃণমূল সাংসদরা যাতে গোলমাল পাকাতে না পারে, সেটা নিশ্চিত করতেই অসম সরকার তাঁদের আটকে দিয়েছে। এটা একশো শতাংশ ঠিক কাজ হয়েছে।

[আরও পড়ুন:কংগ্রেসের প্রস্তাব পেয়ে 'শিলিগুড়ি-মডেল' ভাঙতে তৎপর তৃণমূল, অগ্নিপরীক্ষা অশোকের][আরও পড়ুন:কংগ্রেসের প্রস্তাব পেয়ে 'শিলিগুড়ি-মডেল' ভাঙতে তৎপর তৃণমূল, অগ্নিপরীক্ষা অশোকের]

English summary
Rajnath Singh of BJP hits back over TMC issue in Assam over NRC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X