For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভুল করছে পাকিস্তান, কাশ্মীর ইস্যুতে ফের পাকিস্তানকে সতর্ক করলেন রাজনাথ

১৯৬৫ আর ১৯৭১ সালে যে ভুল করেছিল পাকিস্তান, এবারও সেই ভুলের দিকেই হাঁটছে। পাকিস্তানকে সতর্ক করে এমনই হুঁশিয়ারি গিলেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Google Oneindia Bengali News

১৯৬৫ আর ১৯৭১ সালে যে ভুল করেছিল পাকিস্তান, এবারও সেই ভুলের দিকেই হাঁটছে। পাকিস্তানকে সতর্ক করে এমনই হুঁশিয়ারি গিলেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তান নিজের দেশেই মানবাধিকার লঙ্ঘন করছে। রাজনাথ এদিন বলেছেন, কয়েকদিন আগেই ইমরান পিওকে-তে গিয়ে দাবি করেছিলেন পািকস্তানিরা ভারত সীমান্তে যেতে চান না।

ভুল করছে পাকিস্তান, কাশ্মীর ইস্যুতে ফের পাকিস্তানকে সতর্ক করলেন রাজনাথ

সেই মন্তব্যের প্রেক্ষিতে রাজনাথ এদিন বলেন, পাকিস্তানিরা যদি একবার সীমান্ত পার করেন তাহলে আর ফিরে যেতে চাইবেন না। কারণ যেভাবে বালোচ, পিওকে এবং পাস্তুনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে তাতে সেখানকার বাসিন্দারা ক্ষেপে উঠেছে। সেদিকে নজর না দিলে পাকিস্তান ভাগ হতে বেশি সময় লাগবে না।

[ আরও ৩৬টি রাফাল বিমান কিনবে ভারত, ২০২০-তে হবে পাকা কথা][ আরও ৩৬টি রাফাল বিমান কিনবে ভারত, ২০২০-তে হবে পাকা কথা]

কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সরব হয়েছে বালোচ, পিওকে, সিন্ধ প্রদেশের বাসিন্দারা। রবিবার আমেরিকায় হাউডি মোদীর সভার আগে ভারতের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে বিক্ষোভ দেখিয়েছেন আমেরিকায় বসবাসকারী বালোচ, সিন্ধ ও পাস্তু প্রদেশের বাসিন্দারা। মানবাধিকারের স্বার্থে ভারতের প্রধানমন্ত্রীর সাহায্য চেয়েছেন তারা।

[ গৃহবন্দি নয় গৃহ অতিথি করে রাখা হয়েছে কাশ্মীরি নেতাদের, দাবি জিতেন্দ্র সিংয়ের][ গৃহবন্দি নয় গৃহ অতিথি করে রাখা হয়েছে কাশ্মীরি নেতাদের, দাবি জিতেন্দ্র সিংয়ের]

English summary
Rajnath Sing cautioned the neighbouring country against promoting cross-border terrorism
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X