For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই কারণেই রাজকোট মিউনিসিপ্যালিটির অভিযান, বিপাকে ক্রিকেটার রবীন্দ্র জাদেজা

খারাপ খাবার পরিবেশনের দায়ে বিপাকে ভারতীয় দলের খেলোয়াড় রবীন্দ্র জাদেজা। রাজকোট মিউনিসিপ্যালিটি হানা দেয় তার রেস্টুরেন্টে। জাড্ডু'স ফুড ফিল্ড থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু খাবার খাবার

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

খারাপ খাবার পরিবেশনের দায়ে বিপাকে ভারতীয় দলের খেলোয়াড় রবীন্দ্র জাদেজা। রাজকোট মিউনিসিপ্যাল কর্পোরেশনের হানা দেয় তার রেস্টুরেন্টে। জাড্ডু'স ফুড ফিল্ড থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু পরিমাণ অখাদ্য খাবার।

 এই কারণেই রাজকোট মিউনিসিপ্যালিটির অভিযান, বিপাকে ক্রিকেটার রবীন্দ্র জাদেজা

রাজকোট মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, জাদেজার রেস্টুরেন্টসহ আশপাশের খাবার দোকানগুলি অভিযান চলে। অভিযান চলে ম্যাকডোনাল্ডস এবং ভেরোনা ইটালিকার শাখাতেও। খারাপ খাবার পরিবেশনের অভিযোগ ওঠায় এই অভিযান চলে বলে জানানো হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ২১২ কেজির ওপর নিম্নমানের খাবার। বাজেয়াপ্ত করা খাবারের মধ্যে পচা খাবারও ছিল বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, রবীন্দ্র জাদেজার রেস্টুরেন্টে রান্না করা খাবার ছাড়াও ছিল বেকারির খাবারও। এছাড়াও, রান্নার সময় আজিনো মোটো এবং কৃত্তিম রং ব্যবহারেরও অভিযোগ উঠেছিল। সবজি রাখা ছিল অস্বাস্থ্যকর পরিবেশে। সব মিলিয়ে রবীন্দ্র জাদেজার রেস্টুরেন্ট থেকে পাওয়া ৩৫ কেজির ওপর খাদ্যদ্রব্য নষ্ট করে ফেলেন মিউনিসিপ্যাল আধিকারিকরা। একইসঙ্গে রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে নোটিশও ধরানো হয় বলে জানা গিয়েছে।

গতবছরের ডিসেম্বরে অবৈধ নির্মানের জেরে জাদেজার রেস্টুরেন্টের রান্না ঘরের একটি অংশ ভেঙে দিয়েছিল রাজকোট মিউনিসিপ্যালিটি।

শুধু জাদেজার রেস্টুরেন্টেই নয়, কাছেই থাকা বহুজাতিক সংস্থার রেস্টুরেন্টে পাওয়া গিয়েছে মেয়াদ উল্লেখ না করা খাবারও। এছাড়াও ননভেজ ফুড আইটেম পাওয়া গিয়েছে অস্বাস্থ্যকর অবস্থায়।

English summary
The health department of Rajkot Municipal Corporation raided and destroyed what were found to inedible food items from Team India's cricketer Ravindra Jadeja's restaurant 'Jaddu's Food Field' in the city of Rajkot.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X