For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারদা কেলেঙ্কারির তদন্ত করে সিবিআইয়ে অন্যতম শীর্ষপদ পেলেন ত্রিপুরার অফিসার

সারদা কেলেঙ্কারির তদন্ত করে সিবিআইয়ের অন্যতম শীর্ষপদে উঠে এলেন ত্রিপুরার বাসিন্দা আইপিএস অফিসার রাজীব সিং।

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় আর্থিক দুর্নীতি সারদা কেলেঙ্কারির তদন্ত করে সিবিআইয়ের অন্যতম শীর্ষপদে উঠে এলেন ত্রিপুরার বাসিন্দা আইপিএস অফিসার রাজীব সিং। তিনি সিবিআইয়ের আর্থিক দুর্নীতি শাখার প্রধানের পদ পেয়েছেন।

সারদা কেলেঙ্কারির তদন্ত করে সিবিআইয়ে অন্যতম শীর্ষপদে

তিনি যে শাখার প্রধানের পদ পেয়েছেন, সেই শাখা একটি ব্যাঙ্কের আর্থিক দুর্নীতির তদন্ত করছে। সেখানে জড়িত রয়েছেন রাজীবের ভাই সঞ্জীব সিং। মূলত সিবিআইয়ের এই শাখা ব্যাঙ্কিং ও সিকিউরিটি জালিয়াতি নিয়ে তদন্ত করে।

আইপিএস রাজীব সিং সারদা মামলার তদন্ত করে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। ফলে এমন একজন দক্ষ আধিকারিকই জালিয়াতির তদন্তের শাখার শীর্ষে ভালো কাজ করবেন বলে সিবিআই মনে করছে। তবে পাশাপাশি রাজীবের ভাইয়ের বিরুদ্ধে রাঁচির এলাহাবাদ ব্যাঙ্কের ৬ কোটি টাকা জালিয়াতিতে নাম জড়িয়েছে। তাঁরা ঝাড়খণ্ডের বাসিন্দা। ও ভাইয়ের বাড়িতে একবছর আগে তল্লাশিও হয়।

অভিযোগ উঠছে, ভাইয়ের বাড়িতে তল্লাশি চালানো সিবিআই আধিকারিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন রাজীব। সেই ঘটনা তৎকালীন সিবিআই প্রধান অনিল সিনহাকে জানানো হয়। এখনও সেই ঘটনায় চার্জশিট দেওয়া হয়নি। ফলে রাজীবের শীর্ষ পদে অন্তর্ভুক্তি চার্জশিটে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে।

যদিও সিবিআইয়ের তরফে এমন অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। তিনি কোনওরকম দুর্নীতিতে জড়িত নন। এবং কোনও মামলায় তাঁর প্রভাব থাকবে না বলেই দাবি করা হয়েছে। রাজীব সিং নিজেও এই ঘটনায় মন্তব্য করতে চাননি। যদিও প্রশ্ন রয়েই যাচ্ছে।

English summary
Rajiv Singh was named Joint Director in CBIs Banking and Securities Frauds Section
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X