কেন্দ্রের নতুন অর্থ সচিব নিযুক্ত রাজীব কুমার, নেপথ্যে অর্থ দফতরের বহু সাফল্য
কেন্দ্রের নতুন অর্থ সচিব নিযুক্ত হলেন রাজীব কুমার। এর আগে তিনি অর্থ মন্ত্রণালয়ে আর্থিক পরিষেবা বিভাগের সেক্রেটারি হিসাবে কর্মরত ছিলেন। মঙ্গলবার মন্ত্রিসভায় নিয়োগ কমিটি আর্থিক পরিষেবা বিভাগের (ডিএফএস) সচিব রাজীব কুমারকে নতুন অর্থ সচিব হিসাবে নিয়োগের অনুমোদন দেয়। রাজীব কুমার ১৯৮৩ ব্যাচের আইএএস।

রাজীব কুমার সুভাষচন্দ্র গর্গের স্থলাভিষিক্ত হলেন। অর্থনীতি বিষয়ক সচিবও ছিলেন গর্গ। তিনি গত ২৪ জুলাই বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি হন। আর রাজীব কুমার ১৯৯৮ সালের ব্যাচের ঝাড়খণ্ড ক্যাডারের আইএএস।
আর্থিক বিষয়ক দফতরের সচিবের দায়িত্ব গ্রহণ করেন তিনি। তিনি ব্যাংক অফ বরোদার সঙ্গে দেনা ও বিজয়া ব্যাংকের একত্রিতকরণের পরিকল্পনায় নেতৃত্ব দিয়েছেন। ব্যাঙ্ক অফ বরোদাকে দেশের তৃতীয় বৃহত্তম ব্যাংক হিসাবে গড়ে তুলতে তাঁর কৃতিত্ব ছিল উল্লেখযোগ্য।
তিনি দায়িত্বে থাকাকালীন ২.১১ লক্ষ কোটি টাকা ব্যাংকসমূহের পুঁজিবদ্ধকরণ করা হয়েছিল। তিনি নরেন্দ্র মোদীর আর্থিক অন্তর্ভুক্তির পরিকল্পনাকে চালিত করতেও মুখ্য ভূমিকা পালন করেছেন। প্রধানমন্ত্রীর জন ধন যোজনা, মুদ্রা ঋণ প্রকল্প, এমএসএমই খাতে ৫৯ মিনিটে ঋণ প্রকল্প-সহ নানা স্কিমে কর্মসংস্থান সৃষ্টিতে তাঁর পরিকল্পনা ছিল সুদূরপ্রসারী।