For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'৮৪-র শিখ বিরোধী দাঙ্গা প্রসঙ্গে রাজীব গান্ধীকে নিয়ে বিস্ফোরক দাবি এই নেতার

পাঞ্জাবের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা আকালি দলের নেতা সুখবীর সিং বাদলের সাম্প্রতিকতম মন্তব্য ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।

  • |
Google Oneindia Bengali News

পাঞ্জাবের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা আকালি দলের নেতা সুখবীর সিং
বাদলের সাম্প্রতিকতম মন্তব্য ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। ১৯৮৪ সালে পাঞ্জাবের শিখ বিরোধী দাঙ্গা নিয়ে তিনি মুখ খুলে সরাসরি আক্রমণ শানিয়েছেন প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী তথা প্রয়াত কংগ্রেস নেতা রাজীব গান্ধীর বিরুদ্ধে। সুখবীর সিং বাদলের দাবি, শিখ বিরোধী দাঙ্গায় মদত ছিল রাজীব গান্ধীর।

'৮৪-র শিখ বিরোধী দাঙ্গা প্রসঙ্গে রাজীব গান্ধীকে নিয়ে বিস্ফোরক দাবি এই নেতার

সুখবীর সিং বাদলের বিস্ফোরক দাবি, শিখ বিরোধী দাঙ্গায় মৃত্যু মিছিলের তদারকি করতেন রাজীব গান্ধী। আর এই দাবির নেপথ্যে বেশ কয়েকটি যুক্তি দিয়েছেন সুখবীর সিং বাদল। তাঁর দাবি, ওই ঘটনায় নাম জড়ানো আরেক কংগ্রেস নেতা জগদীশ টাইটেলরের সঙ্গে রাজীব গান্ধী ওঠা বসা করতেন সেই সময়ে।আর একথা জানিয়েছেন খোদ টাইটেলর। সুখবীর সিং বাদলের দাবি ,'এই বিষয় থেকেই স্পষ্ট যে রাজীব গান্ধী হত্য়াকাণ্ডের তদারকি করতেন। '

প্রসঙ্গত, এর আগে এমাসের শুরুতে, ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গায় নতুন করে একটি বিশেষ তদন্তকারী দল তৈরির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। যে ঘটনার পরই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যা হয়। এদিকে, সুখবীর সিং বাদলের এই বক্তব্যে গোটা ঘটনায় আরও এক একটি নয়া পরত যোগ হলে বলে মনে করছে অনেকে।

English summary
Former Punjab deputy chief minister Sukhbir Singh Badal on Monday launched a scathing attack on the Congress party citing a recent statement by former Union minister and Congress leader Jagdish Tytler in connection with the 1984 anti-Sikh riots. The Akali Dal leader has alleged that then prime minister Rajiv Gandhi was “supervising the killings”.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X