For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বোফর্সের টাকায় কংগ্রেসের খরচ চালাতে চেয়েছিলেন রাজীব, বইয়ে দাবি

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

রাজীব গান্ধী
নয়াদিল্লি, ১৪ নভেম্বর: বোফর্স কেলেঙ্কারিতে রাজীব গান্ধীর ভূমিকা নিয়ে কম আলোচনা হয়নি! সেই প্রসঙ্গ আবারও উসকে দিলেন এক প্রাক্তন সিবিআই কর্তা। নিজের লেখা বইয়ে তিনি দাবি করেছেন, বোফর্সের ঘুষের টাকায় কংগ্রেসের খরচ-খরচা চালাতে চেয়েছিলেন রাজীব গান্ধী!

১৯৮৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সিবিআইয়ের ডিরেক্টর পদে ছিলেন এ কে মুখোপাধ্যায়। কর্মজীবনের নানা টুকরো টুকরো ঘটনা নিয়ে তিনি লিখেছেন 'আননোন ফ্যাসেটস অফ রাজীব গান্ধী, জ্যোতি বসু, ইন্দ্রজিৎ গুপ্ত' শীর্ষক বইটি। ওই বইয়ে তিনি বলেছেন, রাজীব গান্ধী প্রধানমন্ত্রীর পদে বসার পরই খবর পান, ভারতীয় সেনার কিছু উচ্চপদস্থ অফিসার ঘুষ নিয়ে অন্যায্যভাবে বরাত পাইয়ে দিতে চাইছে বোফর্স কোম্পানিকে। এই ঘটনায় জড়িত আছে তাঁর মন্ত্রীসভার কয়েকজন সদস্যও। সেটা ১৯৮৪ সালের শেষের দিক। এটা জানার পর নিজের উপদেষ্টাদের নিয়ে বৈঠক করেন তিনি। উপদেষ্টারাই তাঁকে পরামর্শ দেন, কিছু স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে 'কমিশন' নিয়ে সেই টাকা কংগ্রেসের দৈনন্দিন খরচ চালানোর ক্ষেত্রে ব্যবহার করা হোক। ১৯৮৯ সালের ১৯ জুন মুখোমুখি কথা বলার সময় রাজীব গান্ধী তাঁকে এ কথা জানিয়েছিলেন বলে দাবি করেছেন ওই সিবিআই কর্তা।

এমনকী, রাজীব নাকি চেয়েছিলেন, পশ্চিম দুনিয়ার ধাঁচে এ দেশে একটি আইন প্রণয়ন করতে যাতে শিল্পপতিরা সরাসরি রাজনৈতিক দলের তহবিলে চাঁদা দিতে পারবে। অর্থাৎ তিনি এ ধরনের প্রক্রিয়াকে বৈধতা দিতে উৎসাহী ছিলেন। তবে, ১৯৮৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস শোচনীয়ভাবে হেরে যাওয়ায় রাজীব গান্ধীর ইচ্ছা বাস্তবায়িত হয়নি।

ওই প্রাক্তন সিবিআই কর্তা অবশ্য 'ব্যক্তি' রাজীবের ভূয়সী প্রশংসা করেছেন। বলেছেন, রাজীব গান্ধী একজন বিনয়ী, ভদ্র, হাসিখুশি মানুষ ছিলেন।

English summary
Rajiv Gandhi wanted to meet Congress expenses with Bofors money
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X