For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজীব গান্ধী হত্যার ৪ অপরাধীর মুক্তির উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

Google Oneindia Bengali News

রাজীব গান্ধী হত্যার ৪ অপরাধীর মুক্তির উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি , ২৭ ফেব্রুয়ারি : তামিলনাড়ু সরকারের রাজীব গান্ধী হত্যায় দোষী সাব্যস্ত চার জনের মুক্তির নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিমকোর্ট জানিয়েছে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে কেন্দ্র বা রাজ্য সরকার অপরাধী চারজনকে মুক্তি দিতে পারে কিনা।

ভারতের প্রধান বিচারপতি পি সথশিবম জানিয়েছেন, কারোর মুক্তির পথ বন্ধ করা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু কিছু নিয়মনীতি আছে যা প্রতিটি রাজ্যের অবশ্যই মানা উচিৎ।

শীর্য আদালতের এই নির্দেশে জোর ধাক্কা খেল তামিলনাড়ুর জয়ললিতা সরকার

তামিলনাড়ু সরকারের রাজীব গান্ধী হত্যার অপরাধী ৭ জনকে মুক্তির সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের অভিযোগ ছিল তামিলনাড়ু সরকারের কোনও অধিকারই নেই এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার।

১৯৯১ সালের ২১ মে এলএলটিই-র আত্মঘাতী বোমায় তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে নিহত হন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। পুলিশি অভিযানে ধরাও পড়ে অভিযুক্তরা। মোট ২৬ জনকে ফাঁসির সাজা দেয় নিম্ন আদালত। কিন্তু শেষ পর্যন্ত তিনজন অর্থাৎ মুরুগন, শান্তন ও পেররীবালনের ফাঁসির সাজা বহাল থাকে। ২০০৩ সালে তারা প্রাণভিক্ষার আবেদন জানায় রাষ্ট্রপতির কাছে। কিন্তু, ১১ বছর ধরেও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি রাষ্ট্রপতি ভবন। শেষ পর্যন্ত তারা সুপ্রিম কোর্টে আর্জি জানায়। গতকাল শীর্ষ আদালত তাদের ফাঁসির সাজা মকুব করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

এখন নলিনী শ্রীহরন, রবার্ট পিওয়াস, জয়কুমার ও রবিচন্দ্রনের মুক্তিতেও স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত।

English summary
Rajiv Gandhi murder: India court stays release of four plotters
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X