For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির রাস্তায় নতুন হোর্ডিং! রাহুলকে জবাব অমিত শাহের দলীয় নেতার

গণপিটুনির জনক রাজীব গান্ধী। দিল্লির বিভিন্ন রাস্তায় এমনই হোর্ডিং দিয়েছেন দিল্লি বিজেপির মুখপত্র তেজিন্দার পাল সিং বাগ্গা। এতেও খুশি না হয়ে, বাগ্গা নিজের টুইটার হ্যান্ডেলে তা শেয়ার করেছেন।

  • |
Google Oneindia Bengali News

গণপিটুনির জনক রাজীব গান্ধী। দিল্লির বিভিন্ন রাস্তায় এমনই হোর্ডিং দিয়েছেন দিল্লি বিজেপির মুখপত্র তেজিন্দার পাল সিং বাগ্গা। এতেও খুশি না হয়ে, বাগ্গা নিজের টুইটার হ্যান্ডেলে তা শেয়ার করেছেন।

 দিল্লির রাস্তায় নতুন হোর্ডিং! রাহুলকে জবাব অমিত শাহের দলীয় নেতার

দিল্লির শিখ বিরোধী দাঙ্গায় কংগ্রেসের হাত ছিল না। গত সপ্তাহে এমনই মন্তব্য করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এরই প্রেক্ষিতে এমন কাজ বলে জানিয়েছেন তেজিন্দার পাল সিং বাগ্গা।

১৯৮৪-র শিখ বিরোধী দাঙ্গায় কংগ্রেস যুক্ত ছিল না। গত সপ্তাহে এমনই মন্তব্য করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ১৯৮৪-র ৩১ অক্টোবর দেহরক্ষী সন্তবন্ত সিং ও বিয়ন্ত সিং-এর গুলিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার ঘটনার পরেই দিল্লিতে দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। সেই দাঙ্গায় কমপক্ষে ৩ হাজার শিখ ধর্মাবলম্বীর মৃত্যু হয়েছিল।

[আরও পড়ুন:দল ভাঙিয়েও হার মানতে হল তৃণমূলকে! কংগ্রেসকে সমর্থনের হাত বিজেপি-সিপিএমের][আরও পড়ুন:দল ভাঙিয়েও হার মানতে হল তৃণমূলকে! কংগ্রেসকে সমর্থনের হাত বিজেপি-সিপিএমের]

সেই ঘটনাকে দুঃখজনক ঘটনা বলে বর্ণনা করেছেন রাহুল গান্ধী। সেদিন বিজেপির অভিযোগের জবাব দিতে গিয়ে রাহুল বলেছিলেন, এই ঘটনায় কংগ্রেসের যুক্ত থাকার যে অভিযোগ উঠেছে, তা তিনি অস্বীকার করেন। রাহুল গান্ধী বলেছিলেন, তিনি এই অভিযোগের সঙ্গে একমত নন। যদিও সেইসময় হিংসা হয়েছিল। সেই ঘটনা ছিল দুঃখজনক। রাহুল গান্ধীকে সমর্থন করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেছিলেন, যদিও হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকজন কংগ্রেস নেতার নাম জড়িয়েছে, তবুও দল হিসেবে কংগ্রেস দাঙ্গায় যুক্ত ছিল না।

[আরও পড়ুন:বন্যাবিধ্বস্ত কেরলে ত্রাণ শিবিরে রাহুল ][আরও পড়ুন:বন্যাবিধ্বস্ত কেরলে ত্রাণ শিবিরে রাহুল ]

যদিও রাহুল গান্ধী-এর এই বক্তব্যের সমালোচনা করেছিল বিজেপি ও সঙ্গীরা। তাদের অভিযোগ গণহত্যায় জড়িত ছিল কংগ্রেস। রাহুল গান্ধীর সমর্থনে বক্তব্য পেশ করায় অমরিন্দর সিং-এর সমালোচনাও করে তারা।

[আরও পড়ুন: ফের 'অশান্ত' জঙ্গলমহল! তৃণমূল নেতা খুনে চাঞ্চল্য ][আরও পড়ুন: ফের 'অশান্ত' জঙ্গলমহল! তৃণমূল নেতা খুনে চাঞ্চল্য ]

English summary
Rajiv Gandhi Father of Mob Lynching, Says Delhi BJP Leader
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X