For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দেশের লকডাউন অর্থনীতিকে ধ্বংস করেছে', শিল্পপতি রাজীব বাজাজের বড় বার্তা

'দেশের লকডাউন অর্থনীতিকে ধ্বংস করেছে', শিল্পপতি রাজীব বাজাজের বড় বার্তা

  • |
Google Oneindia Bengali News

বাজাজ অটো লিমিটেডের এমডি রাজীব বাজারে সঙ্গে এদিন আলোচনায় বসেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন বাজাজ পরিবারের সন্তানের কাছ থেকে দেশের সাম্প্রতিক লকডাউনের প্রভাব ও দেশের অর্থনীতির অবস্থা নিয়ে জানতে চান রাহুল গান্ধী।

রাহুল ও রাজীব আলোচনা

রাহুল ও রাজীব আলোচনা

রাহুল ও রাজীব আলাপচারিতা এদিন ছিল ভার্চুায়াল স্তরে। সেখানে রাজীব বাজাজ বলেন. ' আমরা অর্থনীতিকে ধ্বংমস করে দিয়েছি। ভুল কার্ভকে ফ্ল্যাট করা হয়ে গিয়েছে। এটা সংক্রমণের কার্ভ নয়, এটা জিডিপির কার্ভ।.. ' এবাবেই সমস্ত দিক দেশ খুইয়েছে বলে দাবি করেন শিল্পপতি বংশের সন্তান রাজীব বাজাজ।

 শিল্পপতির বার্তা

শিল্পপতির বার্তা

অনেকেই বলছেন যে, ভারতে যখন সমস্ত কিছু ধরাশায়ী, করোনায় আক্রান্ত বাড়ছে তখন লকডাউন খোলা হল কেন? এদিকে, শিল্প মহলের তরফে রাজীব জানান, ' যেভাবে ভারতের লকডাউন হয়েছে তা ধ্বংসাত্মক। এমন ধরনের লকডাউন আমি কোথাও শুনিনি।'

 কীভাবে ফেরানোর হবে পুরনো দিন?

কীভাবে ফেরানোর হবে পুরনো দিন?

এদিন রাজীব বাজাজা , জানান, ফের একবার পুরনো দিন ফিরিয়ে আনতে হবে। আর তার জন্য অর্থনৈতিক স্তরে যা করণীয় তা করতে হবে। ফের চাহিদার বাজার গড়তে হবে, বলে তিনি মত দেন।

 রাহুল গান্ধীর বক্তব্য

রাহুল গান্ধীর বক্তব্য

এদিন মোদী সরকারকে কটাক্ষের সুরে রাহুল গান্ধী বলেন, এটা বিশ্বের এমন একটি লকডাউন যেখানে কেবল সংক্রমণ বাড়ছে। রাহুলের দাবি, গোটা পরিস্থিতি থেকে হাত সরিয়ে নিয়েছে মোদী সরকার।

পুলওয়ামার স্মৃতি ফিরিয়ে আনতে হামলার ছক কষছে জইশ! কাশ্মীরে তৎপর সেনা ও গোয়েন্দারাপুলওয়ামার স্মৃতি ফিরিয়ে আনতে হামলার ছক কষছে জইশ! কাশ্মীরে তৎপর সেনা ও গোয়েন্দারা

English summary
Rajiv Bajaj tells Rahul Gandhi,Lockdown draconian, economy decimated
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X