কোন দিকে ঝুঁকবেন রজনীকান্তের ভক্তরা? তামিল রাজনীতিতে এখনও 'এক্স ফ্যাক্টর' থালাইভা
বিধানসভা নির্বাচনের আগে নতুন রাজনৈতিক দল ঘোষণা করার কথা ছিল রজনীকান্তের। যদিও শারীরিক অসুস্থতার জন্য তা পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন তিনি। এরই মাঝে রজনী মাক্কাল মনদ্রম ছেড়ে ডিএমকে-তে যোগ দেন কয়েকজন সদস্য। তারপরই দলের তরফে ঘোষণা করা হয়, রজনী মাক্কাল মনদ্রম ছেড়ে যে কোনও রাজনৈতিক দলে গিয়ে যোগ দিতে পারেন সদস্যরা। সেক্ষেত্রে কোনও বাধা নেই।

ডিএমকে-তে যোগ রজনী অনুগামীরা
কয়েকদিন আগেই ডিএমকে-তে যোগ দিয়েছিলেন রজনী মাক্কাল মনদ্রমের কয়েকজন সদস্য। আর তারপরই আজ দলের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, 'রজনী মাক্কাল মনদ্রম ছেড়ে অনায়াসেই অন্য কোনও রাজনৈতিক দলে যোগদান করতে পারেন সদস্যরা। তবে অন্য দলে যোগ দিলেও তাঁদের ভুলে গেলে চলবে না যে তাঁরা রজনীর অনুরাগী।'

রজনীর সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনুরাগীরা
উল্লেখ্য, কয়েকদিন আগেই রাজনীতিতে পা রাখবেন না বলে অনুরাগীদের জানিয়ে দেন থালাইভা। যদিও থালাইভার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনুরাগীরা। তাঁকে নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য অনুরোধ করছিলেন তাঁরা। কিন্তু, রাজনৈতিক দল ঘোষণা না করার ফলে তাদের সেই আশা পূরণ হওয়া কোনওভাবেই সম্ভব হয়নি।

অনুরাগীদের উদ্দেশে রজনীকান্ত যা বলেন
এরপর আরও একটি বিবৃতিতে অনুরাগীদের উদ্দেশে রজনীকান্ত বলেছিলেন, 'রাজনীতিতে কেন যোগ দিতে পারব না সেই কারণগুলো আগেই বিস্তারিতভাবে জানিয়েছি। আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। দয়া করে আমাকে বারবার একই অনুরোধ করে কষ্ট দেবেন না। অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে এই অনুষ্ঠান করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।'

থালাইভার সঙ্গে আলোচনায় বসেছিলেন বিজেপি নেতা
এদিকে বিজেপির আশা ছিল আসন্ন বিধানসভা নির্বাচনে নেপথ্যে থেকে তাদের সমর্থন করবেন রজনীকান্ত। আর এই নিয়ে থালাইভার সঙ্গে আলোচনায় বসার কথাও জানিয়েছিলেন বিজেপি নেতা সিটি রবি। তিনি বলেছিলেন, 'উনি একজন বড় মাপের নেতা। সমর্থনের বিষয়ে আমরা তাঁর সঙ্গে কথা বলব। সবাই জানেন মোদিজির সঙ্গে তাঁর সম্পর্ক কতটা ভালো।'
