For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির বিরুদ্ধে বাম-কংগ্রেস জোটকে নিশানা রাজীবের, টিপ্রামোথার জন্য দরজা খোলা

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতেই বাম-কংগ্রেস জোটকে একহাত নিলেন রাজ্য তৃণমূলের ইনচার্জ নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতেই বাম-কংগ্রেস জোটকে একহাত নিলেন রাজ্য তৃণমূলের ইনচার্জ নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। বাম-কংগ্রেস জোটের নিটফল শূন্য বলে ব্যাখ্যা করে রাজীব বন্দ্যোপাধ্যায় টিপ্রামোথার জন্য দরজা খোলা রাখলেন।

শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্ট্র্যাটেজি বৈঠক করে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, তারা জোট নয় একলা চলার পক্ষে। তবু বিজেপিকে হারানোর স্বার্থে তাঁরা ভিন্ন ভাবনা ভাবতেও রাজি। কিন্তু এখন পর্যন্ত তাঁরা আসন্ন বিধানসভা নির্বাচনে একলা চলোর পক্ষে।

বিজেপির বিরুদ্ধে বাম-কংগ্রেস জোটকে নিশানা রাজীবের

ত্রিপুরা তৃণমূলের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল বরাবার একলা চলায় বিশ্বাসী। তার কারণ আমরা একাই একশো। আমরা একাই বিজেপিকে হারাতে পারি। একমাত্র আমরাই বাংলায় বিজেপিকে হারিয়েছি। আমরা বিজেপিকে হারিয়েছি কারণ, আমাদের দলের সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজীব বন্দ্যোপাধ্যায়ের বলেন, আগামী মাসেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন ত্রিপুরায়। তাঁরা জনসভা করবেন। উপনির্বাচনের কথা ভুলে যান, এবার দেখবেন তৃণমূল ভালো ফল করবে। তিনি বলেন, তৃণমূল ভোট কেটে সুবিধা করে দিতে আসেনি বিজেপিকে। কংগ্রেস বিজেপির মোকাবিলা করতে পারছে না, তাই তাদের আসতে হয়েছে। কংগ্রেস বিধায়করা শুধু তৃণমূলে চলে যায়।

এদিন বাম-কংগ্রেসের জোট নিযে রাজীবের কটাক্ষ, বাম-কংগ্রেস কখনও ভালো করতে পারে না। বাংলার নির্বাচনী ফলই তার প্রমাণ। বাংলায় বাম ও কংগ্রেস জোট করে একেবারে নিঃশেষ হয়ে গিয়েছে। এবার এ রাজ্যেও তা হবে। ত্রিপুরায় বামেদের শক্ত ঘাঁটিতে টিপ্রামোথা ভালো ফল করেছে।

শুক্রবার ত্রিপুরার রণনীতি তৈরিতে তৃণূমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুস্মিতা দেব। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচন, তার আগে এদিন ত্রিপুরার নীল নকশা তৈরি করতে বৈঠক হয়। এদিন রণকৌশল নিয়ে কথা হলেও এখনও চূড়ান্ত নয় জোট পরিকল্পনা। আপাতত একলা চলো নীতি নিচ্ছে তারা। তবে সমঝোতার পথও খোলা রাখা হচ্ছে।

উল্লেখ্য, তৃণমূল বাম-কংগ্রেস জোট নিয়ে তেমন আগ্রহ দেখাচ্ছে না। তাঁরা টিপ্রামোথার সঙ্গে জোটের কথা চালাচ্ছিল। সেই সম্ভাবনার দুয়ার তারা খুলে রাখছে। ত্রিপুরার আদিবাসী স্বশাসিত পর্ষদ নির্বাচনে টিপ্রামোথা দেখিয়েছে তাঁদের হাতে ২০-২১টি আসনের ভাগ্য নির্ভর করছে। এই সূত্র ধরেই তৃণমূল তাদের সঙ্গে জোটের রাস্তা খুলে রাখছে। তবে ত্রিপুরা নির্বাচনের এখনও একমাসও বাকি নেই। তাই জোট কতটা ফলপ্রসূ হবে, সেই প্রশ্ন রয়েই যায়।

English summary
Rajib Banerjee criticizes Left Front and Congress alliance before Tripura Assembly Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X