For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাদক নয়, সোনা পাচার করুন! জামিনও মেলে, দেশের মুখও উজ্জ্বল হয়

মাদক পাচার করবেন কেন, সোনা পাচার করুন। এমনই পরামর্শ রাজস্থানের এক বিজেপি বিধায়ক অর্জুন লাল গর্গ-এর।

Google Oneindia Bengali News

মাদক পাচার করবেন কেন, সোনা পাচার করুন। এমনই পরামর্শ রাজস্থানের এক বিজেপি বিধায়কের। দেশের বিভিন্ন প্রান্তে বিপ্লব দেব, জ্ঞানদেব আহুজাদের মতো বিজেপির একের পর এক নেতা আলপটকা মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। সেই তালিকায় নাম তুললেন বিলারা কেন্দ্রের বিধায়ক অর্জুন লাল গর্গও। দেশওয়ানি সম্প্রদায়কে তাঁর এই পরামর্শ দেওয়ার ভিডিও স্বাভাবিকভাবেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

মাদক নয়, সোনা পাচার করুন,

ঘটনাটি ৭ মে তারিখের। বিরালার জৈতাবাস নামে এক গ্রামে এক মন্দিরের উদ্বোধনে যান বিধায়ক। সেখানে গ্রামবাসীদের সামনে ভাষণ দিতে গিয়ে তিনি যুব সমাজের মাদক পাচারের সমস্যার প্রসঙ্গ তোলেন। জানান, দেশওয়ানি সম্প্রদায়ের অনেক যুবকই মাদক পাচার করতে গিয়ে ধরা পড়ে জেল খাটছে। তিনি বলেন, 'দেশওয়ানিরা তো মাদক পাচারে বিষ্ণোইদের রেকর্ডও ভেঙে দিয়েছে।' যুবকদের মাদক ব্যবহার ও পাচার করার বিপদ নিয়ে তিনি সাবধান করেন।

এ অবধি ঠিকই ছিল, কিন্তু তারপরই তিনি বক্তৃতার আসল অংশে প্রবেশ করেন। যুবকদের তিনি পরামর্শ দেন, 'যদি অবৈধ ব্যবসা করতেই হয় তবে সোনা পাচার কর। দুটোতেই সমান দাম পাওয়া যায়। কিন্তু মাদকের পাচারের চেয়ে সোনা পাচার অনেক নিরাপদ।' এরপর তিনি সভায় উপস্থিত গ্রামের বয়োজেষ্ঠ্যদেরও মাদক পাচারের ব্যবসার বিরুদ্ধে শপথ নিতে বলেন। সেই সঙ্গে যুবকদের সোনা পাচারের ব্যবসায় উৎসাহ দিতেও অনুরোধ করেন। সেই সঙ্গে যুবকদের প্রতি তাঁর বক্তব্য, 'এটা তো মান সম্মানের ব্যাপার। মাদক পাচার করতে গিয়ে ধরা পড়লে পুরো সম্প্রদায়ের মুখ পুড়বে, কিন্তু সোনা পাচার করতে গিয়ে ধরা পড়লে সবার মুখ উজ্জ্বল হবে।'

দেশের প্রধানমন্ত্রী যেখানে ঘটা করে রঙিন পুস্তিকা ছেপে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিচ্ছেন, তখন তাঁরই দলের এক বিধায়ক সোনা চোরা চালানে মুখ উজ্জ্বল হওয়ার কথা বলছেন। কাজেই এনিয়ে বিতর্ক যে বেধেছে তা বলাই বাহুল্য।

English summary
Why smuggling drugs, smuggle gold. Such suggestions were made by Arjun Lal Garg, a BJP legislator from Rajasthan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X