For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থানে ভরাডুবি হবে, বলছে বিজেপি নেতৃত্বই, গোপন চিঠি অমিত শাহকে

রাজস্থানের ভারতীয় জনতা পার্টির ওবিসি শাখা বর্তমান মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার কাজে খুশি নয়। সমাজের নানা অংশের মানুষ, যার একটা বড় অংশ কৃষক, তাঁরা রাজে সরকারের উপরে রেগে রয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

রাজস্থানের ভারতীয় জনতা পার্টির ওবিসি শাখা বর্তমান মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার কাজে খুশি নয়। সমাজের নানা অংশের মানুষ, যার একটা বড় অংশ কৃষক, তাঁরা রাজে সরকারের উপরে রেগে রয়েছেন। বিজেপি সভাপতি অমিত শাহকে চিঠি দিয়ে সেকথা জানিয়েছেন ওবিসি শাখার সদস্যরা।

রাজস্থানে ভরাডুবি হবে, বলছে বিজেপি নেতৃত্বই, গোপন চিঠি শাহকে

কোটা জেলার ওবিসি শাখার প্রধান অশোক চৌধুরী জানিয়েছেন, বসুন্ধরা রাজের কাজকর্ম নিয়ে রাজ্য়ের মানুষ খুশি নয়। দলের কর্মীরা ক্রমশ আস্থা হারিয়ে ফেলছে। এবছরের শেষে রাজস্থানে বিধানসভা ভোট রয়েছে। এই অবস্থা চলতে থাকলে বড়সড় বিপর্যয় অপেক্ষা করে রয়েছে তা চিঠিতে স্পষ্ট ইঙ্গিত করা হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি বিজেপি রাজস্থানে লোকসভা উপনির্বাচনের তিনটি আসনে হেরে গিয়েছে। আজমের, আলওয়ার, মন্দালগড়ে তিনটিতেই জিতেছে কংগ্রেস। তার পরের দিনই এই চিঠি অমিত শাহকে লেখা হয়েছে।

চিঠিতে রাজস্থানের প্রদেশ বিজেপি সভাপতি অশোক পরনামীকে রাজের ভৃত্য বলে তোপ দাগা হয়েছে। এভাবে চললে আগামী নির্বাচনে বিজেপি রাজস্থানে হেরে যাবে বলে দলের কর্মীরাই আশঙ্কা করছেন।

সেজন্য দলের শীর্ষ নেতৃত্বের কাছে আর্জি জানানো হয়েছে রাজস্থানের বিজেপি নেতৃত্বে বদল আনার জন্য। যাতে নির্বাচনের আগে দল নতুন করে আত্মবিশ্বাস ফিরে পায়।

কোটা এলাকায় বিজেপি দারুণ সমর্থন রয়েছে। ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে এখানের ১৭টি আসনের মধ্যে ১৫টি পেয়েছিল বিজেপি। ফলে এবারে সেই ফলার পুনরাবৃত্তি চেয়েই নতুন করে দলকে ঢেলে সাজানোর আর্জি জানানো হয়েছে।

English summary
Rajasthan unhappy with Vasundhara Raje, this will lead to defeat in Assembly Elections, BJP party wing writes letter to Amit Shah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X