অনাস্থার বাণ বিজেপির হাতে, অশোকের ঢাল সংখ্যা গরিষ্ঠতা, টানটান উত্তেজনায় রাজপুতানার রাজনৈতিক রণভূমি
কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। আর কয়েক মুহূর্তের অপেক্ষা। তারপরেই সেজে উঠবে বিধানসভা অধিবেশনের রণভূমি। অশোক বনাম পদ্মশিবির। একে অপরের বিরুদ্ধে মোক্ষম অস্ত্রে শান দিচ্ছে। সচিনকে পাশে পেয়ে একটু বেশিই চাঙ্গা অশোক শিবির। তাই গতকাল থেকেই আস্ফালন শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে আবার গোপন অস্ত্র সাজিয়ে রেখেছে পদ্মশিবির। সময় মতো তার প্রয়োগের ছক সাজাচ্ছে তারা।

বিধানসভা অধিবেশন
টানটান উত্তেজনায় আজ রাজস্থানে বসতে চলেছে বিধানসভা অধিবেশন। সচিনকে পাশে পেয়ে একটু চাঙ্গা গেহলট শিবির। ক্ষমতা হারানোর ভয় অনেকটাই চলে গিয়েছে। এদিকে অশোক সরকারের পতনে নতুন ঘুঁটি সাজাচ্ছে বিজেপি।

অনাস্থা আনবে বিজেপি
আজ অশোক গেহলট সরকারের বিরুদ্ধে আনাস্থা প্রস্তাব আনতে চলেছে বিজেপি। কিন্তু সচিন ফিরে যাওয়ার পরেও কেন পদ্মশিবিরের এই পরিকল্পনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অনেকেই মনে করছে অন্য অস্ত্রে শান দিচ্ছে বিজেপি। সেকারণেই গতকাল থেকেই অশোক গেহলট সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

সংখ্যা গরিষ্ঠতা জাহির
বিজেপির অনাস্থা আসার আগেই সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে চায় অশোক গেহলট সরকার। সচিনকে পাশে পেয়ে চাঙ্গা তারা। যদিও সচিনদের ছাড়াই সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের ক্ষমতা তাদের আছে বলে জানিয়েছেন অশোক। অনেকটাই আত্মবিশ্বাসী দেখা গিয়েছে গেহলট শিবিরকে। ২০০ আসনের বিধানসভায়, অশোকের আছে ১০১িট আসন। এছাড়াও ৬ বিএসপি বিধায়কের সমর্থন রয়েছে। এছাড়াও ১০ নির্দল বিধায়কের সমর্থনও রয়েছে। কাজেই অশোকের কাছে ১২২ জনের সমর্থন রয়েছে।

ঘরে ফিরলেন সচিন
মান অভিমানের পালা মিটিয়ে অবশেষে ঘরে ফিরলেন সচিন পাইলট। ঘরের ছেলেকে কাছে টেনে নিয়েছেন অশোকও। গতকাল রাতে অশোকের বাসভবনে বিশেষ বৈঠকেই বরফ হলে। দুই নেতা করমর্দন করে। তারপরেই অশোক বলেন 'আপনে তো আপনে হি হোতে হ্যায়।'

বাংলায় স্বাধীনতা দিবসে থাকছে বিশেষ চমক! করোনা যোদ্ধাদের নিয়ে মমতার অনন্য উদ্যোগ