'সংকটে সংবিধান', পাইলটদের শায়েস্তা করতে শেষে সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি রাজস্থান স্পিকারের
রাজস্থান হাইকোর্টের রায়ে সুরক্ষা বলয়ে রয়েছেন সচিন পাইলটরা। কিন্তু হার মানতে রাজি নন গেহলট ক্যাম্প। সচিনদের শায়েস্তা করতে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি দিলেন রাজস্থানের স্পিকার সিপি যোশী। তিনি জানিয়েছেন পাইলটরা অপরাধ করেও আইনের সাহায্য নিয়ে সরক্ষা বলয় তৈরি করছে। দেশে বিপন্ন হয়ে পড়েছে সংবিধান। এখন সুপ্রিম কোর্টই একমাত্র ভরসা।

হাইকোর্টে রক্ষা কবচ সচিনের
রাজস্থান হাইকোর্টের নির্দেশে শুক্রবার পর্যন্ত সচিন পাইলটদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিধানসভা থেকে বহিস্কারের নোটিস পাঠিয়েছিল অশোক গেহলট সরকার। কিন্তু সচিন পাইলট রাজস্থান হাইকোর্টের রক্ষাকবচ পেয়ে গিেয়ছেন সচিন।

সুপ্রিম কোর্টে যাওয়ার হুমকি
রাজস্থান হাইকোর্টের নির্দেশের পর সচিন পাইলটকে নিয়ে একটু বেকায়দায় পড়েছে গেহলট শিবির। কিছুতেই পাইলটদের একেবারে ঝেড়ে ফেলতে পারছেন না তাঁরা। একটু রুষ্ট হয়েই সচিনদের শায়েস্তা করতে এবার হাইকোর্টে যাওয়ার কথা বললেন রাজস্থান বিধানসভার স্পিকার সিপি যোশী।

সংবিধান বিপন্ন
রাজস্থান বিধানসভার স্পিকার দাবি করেছে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদক্ষেপ করার ক্ষমতা একমাত্র স্পিকারের রয়েেছ। স্পিকারের নোটিসের প্রেক্ষিতে একমাত্র বিচারবিভাগীয় তদন্ত হতে পারে। সুপ্রিম কোর্টেরই ক্ষমতা রয়েছে স্পিকারের নোটিসের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়ার। বিদ্রোহীরা আইনের অপব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন সিপি যোশী। সংবিধান বিপন্ন হচ্ছে বলে মনে করছেন সিপি যোশী।

আস্থা ভোট কী হবেই
অশোক গেহলট যদি সচিনদের বিরুদ্ধে পদক্ষেপ করা নিয়ে সুপ্রিম কোর্টে যায় তাহলে আস্থাভোট দাবি করতে পারে বিজেপি। এমনই আশঙ্কা রয়েছে। তাতে আস্থা ভোটে সচিনরা অন্তর্ঘাত করতে পারেন এমনও হতে পারে। সেই পরিস্থিতি তৈরি হলে রাজস্থানে অশোক গেহলট সরকারের মেয়াদ আরে বেশি দিন নেই।