For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থানে মুখ্যমন্ত্রী বদলের ডাক! অশোক বনাম সচিন যুদ্ধ তুঙ্গে

রাজস্থান কংগ্রেসে ফাটল যেন দিনে দিনে তীব্র আকার নিতে শুরু করেছে। রাজপুত রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় থেকেই যুব নেতা সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী করার দাবি উঠে ছিল।

  • |
Google Oneindia Bengali News

রাজস্থান কংগ্রেসে ফাটল যেন দিনে দিনে তীব্র আকার নিতে শুরু করেছে। রাজপুত রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় থেকেই যুব নেতা সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী করার দাবি উঠে ছিল। কিন্তু কংগ্রেস হাই কমান্ড সে বিষয়ে কান দেয়নি। এবার লোকসভা ভোটে কংগ্রেস শাসিত রাজস্থানে সমস্ত আসন জিতে নিয়ে গিয়েছে বিজেপি। এরপর থেকেই কংগ্রেস শিবিরের অন্তর্দ্বন্দ্ব আরও স্পষ্ট।

রাজস্থানে মুখ্যমন্ত্রী বদলের ডাক! অশোক বনাম সচিন যুদ্ধ তুঙ্গে

কয়েকদিন আগেই রাজস্থানের মুখ্যমনন্ত্রী অশোক গেরলোট জানিয়েছিলেন , তাঁর ছেলে বৈভবের হারের কারণ একমাত্র বর্তায় উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের উপর। কারণ, সচিন পাইলট যদি পোক্ত হাতে যোধপুর আসনের জন্য় লড়তেন তাহলে মুখ্যমন্ত্রীর ছেলে বৈভব গেহলোট এভাবে হেরে যেতেন না। এরপরই মুখ খোলেন সচিন। তিনি বলেন, 'আমরা বুথ ভিত্তিক রিপোর্ট চেয়েছি। যার মাধ্যমে জানা যাবে কেন লোকসভা ভোটে এভাবে হার হয়েছে।' পাশাপাশি, তিনি সাফ জানা আগামী বিধানসভা নির্বাচন নিয়ে তাঁরা রোডম্যাপ তৈরি করছেন। তবে অশোক গেহলোটের মন্তব্য নিয়ে তিনি কোনও প্রতিক্রিয়া দেননি।

এদিকে, রাজস্থানের তোড়াভিম এলাকার বিধায়ক পৃথ্বীরাজ মীনা দাবি করেছেন, যত তাড়াতাড়ি পারা যাবে ,তত চটজলদি সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী করে দেওয়া হোক রাজস্থানের। তাঁর দাবি, রাজস্থানে কংগ্রেসের জমি হারানোর কারণ, মুখ্যমন্ত্রী অশোক গেহলোট। এদিকে, গোটা বিষয়টি নিয়ে অশোক গেহলোট জানান, তাঁর ও সচিনের মধ্যে কোনও সমস্যা নেই। হাত শিবিরের হাইকমান্ড থেকেও সেরকমই দাবি করা হয়েছে। তবে খড়ে যে আগুন লেগেছে তা ধোঁয়াতেই স্পষ্ট বলে দাবি করছেন একাংশের কংগ্রেস নেতারা।

English summary
Rajasthan,Sachin Pilot Breaks Silence on Congress' Defeat ,Calls for Booth-wise Reports for Assessment.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X