For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্রেফ মুসলিম হওয়ার কারণে অন্তঃস্বত্তাকে ফিরিয়ে দিল হাসপাতাল! রাজস্থানে হুলুস্থুল

অন্তঃসত্ত্বা মুসলিম মহিলাকে হাসপাতালে ভর্তি করতে অস্বীকার করায় রাজস্থানের ভরতপুর জেলার একটি সরকারি হাসপাতাল তদন্তের মুখে পড়েছে।

Google Oneindia Bengali News

অন্তঃসত্ত্বা মুসলিম মহিলাকে হাসপাতালে ভর্তি করতে অস্বীকার করায় রাজস্থানের ভরতপুর জেলার একটি সরকারি হাসপাতাল তদন্তের মুখে পড়েছে। অন্তঃসত্ত্বা মহিলাকে হাসপাতালে ভর্তি করা সম্ভব হলেও শিশুটি অ্যাম্বুলেন্সেই পড়েছিল। মাকে বাঁচানো সম্ভব হলেও শিশুটিকে বাঁচানো যায়নি। অভিযোগ, মুসলিম হওয়ার কারণে তাঁদের ভর্তি নেওয়া হয়নি।

মুসলিম হওয়ার কারণে অন্তঃস্বত্তাকে ফিরিয়ে দিল হাসপাতাল

রাজস্থানের সিক্রি হাসপাতাল থেকে জেলা সদরের জানানা হাসপাতালে রেফার করা হয়েছিল তাঁকে। ওই মহিলার স্বামী অভিযোগ করেন, এখানকার চিকিৎসকরা বলেন, আমাদের জয়পুরে যাওয়া উচিত। যখন অ্যাম্বুলেন্সে করে জয়পুরে নিয়ে যাচ্ছিলাম, তখনই শিশুর জন্ম দেয়।

ওই মহিলার স্বামী জানান, জন্মের পর শিশুর মৃত্যু হয়। তাঁকর সন্তানের মৃত্যুর জন্য প্রশাসনকেই দায়ী করেন ইরফান। ভরতপুরের জানানা হাসপাতালের সুপার ডাঃ রূপেন্দ্র ঝা বলেন, "একজন মহিলা প্রসবের জন্য এসেছিলেন। তাঁর অবস্থা সংকটজনক ছিল। তাঁকে জয়পুরে রেফার করা হয়। কী কারণে এই ঘটনা ঘটল তা তদন্ত করা হবে।"

রাজস্থানের পর্যটন মন্ত্রী বিশ্বেন্দ্র সিং এই ঘটনার নিন্দা করেন, ধর্মের কারণে ওই মহিলাকে ভর্তি করতে অস্বীকার করায় ভরতপুরের সরকারি হাসপাতালে বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, ওই মহিলাকে ভরতপুরের জানানা হাসপাতালে রেফার করা হয়েছে যেখানে তাকে ডঃ মণিত ওয়ালিয়া নামে একজন ডাক্তার ভর্তি করতে অস্বীকার করেছিলেন।

উল্লেখ্য, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও ভরতপুরের বিধায়ক। স্বাস্থ্যমন্ত্রীর বিধানসভা ক্ষেত্রেই এই ঘটনা ঘটল। রাজস্থানের পর্যটনমন্ত্রী বলেন, "এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না"। একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এমন ঘটনা নিন্দার। সরকার এ বিষয়ে অত্যন্ত সংবেদনশীলষ এর পূর্ণ তদন্ত হবে।

English summary
Rajasthan's hospital comes under scanner for refusing to admit a pregnant Muslim woman. She can’t admit in hospital being Muslim.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X