আসারাম, রাম রহিমের পরে এবার ধর্ষণে যাবজ্জীবন সাজা ফলাহারি বাবার
আসারাম বাপুর মতোই রাজস্থানের আর এক স্বঘোষিত গডম্যান ফলাহারি বাবাকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আলওয়ারের অতিরিক্ত জেলা ও নগর দায়রা আদালত। এক ছাত্রীকে ধর্ষণ করে ফলাহারি বাবা। বিচারক রাজেন্দ্র শর্মা এই অভিযোগ প্রমাণিত হওয়ার পরই সাজা শোনান।

পুলিশ জানিয়েছে, ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর ফলাহারি বাবাকে গ্রেফতার করে পুলিশ। গতবছরের ৭ অগাস্ট আলওয়ারে নিজের আশ্রমে এক যুবতী ভক্তকে ধর্ষণ করে ফলাহারি বাবা।
সাজার পাশাপাশি ১ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। জীবনের প্রথম রোজগার ফলাহারি বাবার হাতে তুলে দিতে ছত্তিশগড়ের এই যুবতী আলওয়ারের আশ্রমে গিয়েছিল। সেখানেই তাকে ধর্ষণ করে ফলাহারি বাবা। এই যুবতীর গোটা পরিবার ফলাহারি বাবার ভক্ত ছিল বলে জানা গিয়েছে।
ফলাহারি বাবার আসল নাম স্বামী কৌশলেন্দ্র প্রপান্নাচারী। ফল খেয়ে বেচে রয়েছে বলে রটে যাওয়ায় তার নাম ফলাহারি বাবা হয়ে যায়। আদালতে চূড়ান্ত শুনানির পরে দোষী সাব্যস্ত হওয়ার পরে সাজা শোনানো হয়।