For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়াতে চলেছে! লু- এর আতঙ্কে দেশের এই কয়েকটি এলাকা

গোটা বাংলা জুড়ে গরমের অস্বস্তি চরমে। তাপমাত্রার পারদের সঙ্গে সঙ্গে আর্দ্রতার জেরে একাধিক এলাকায় মানুষে নাভিশ্বাস উঠছে চরমে।

Google Oneindia Bengali News

গোটা বাংলা জুড়ে গরমের অস্বস্তি চরমে। তাপমাত্রার পারদের সঙ্গে সঙ্গে আর্দ্রতার জেরে একাধিক এলাকায় মানুষে নাভিশ্বাস উঠছে চরমে। আর বাংলা থেকে বহুদূরেরর রাজস্থানের পরিস্থিতি আরও খারাপ। রাজস্থানের চুরুতে এবার তাপমাত্রা ৫১ ডিগ্রি ছুঁয়ে ফেলার উপক্রম হয়েছে।

 রাজধানী দিল্লিতে কেমন পরিস্থিতি?

রাজধানী দিল্লিতে কেমন পরিস্থিতি?

আবহাওয়ার দিক থেকে চরম অস্বস্তিতে দিল্লি। দেশের রাজধানীর তাপমাত্রা এখন ৪৩ থেকে ৪৬ এর মধ্যে ঘোরাফেরা করছে। রাজনৈতিকভাবে সরগরম থাকার পাশাপাশি তাপমাত্রার পারদেও দিল্লির গরম দেশের বহু জায়গাকে টেক্কা দিয়ে চলেছে।

রাজস্থানের পরিস্থিতি

রাজস্থানের পরিস্থিতি

রাজস্থান এই মুহূর্তে কার্যত রোদের তেজে চরম বিপত্তিতে। স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৯ ডিগ্রি বেড়ে জুন মাসের প্রথমেই সেখানে ৫০.৮ ডিগ্রি তাপমাত্রা। আগামী সপ্তাহে তাপমাত্রা ৫১ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলে দাবি আবহাওয়াবিদদের।

উত্তর প্রদেশের পরিস্থিতি

উত্তর প্রদেশের পরিস্থিতি


উত্তরপ্রদেশের একাধিক জায়গায় তাপমাত্রার পারদ ব্যাপক হারে চড়তে শুরু করেছে। সেখানের বান্দায় ৪৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গিয়ে দাঁড়িয়েছে মে মাসের শেষে। স্বস্তি নেই হিমাচলেও সেখানে গড় তাপমাত্রা ৪০ ডিগ্রি একাধিক জায়গায়। যদিও সিমলা ও তার সংলগ্ন এলাকা গরম থেকে মুক্তি দিয়ে স্বস্তির ঠাণ্ডা দিয়ে চলেছে পর্যটকদের।

[আরও পড়ুন: প্রাক বর্ষার বৃষ্টি শুরুর অপেক্ষা, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ধেয়ে আসছে ঝড়ও][আরও পড়ুন: প্রাক বর্ষার বৃষ্টি শুরুর অপেক্ষা, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ধেয়ে আসছে ঝড়ও]

English summary
Temperature nears 51°C in Rajasthan’s Churu as north India reels from heat wave.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X