For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের মরুরাজ্যের বরফ কি আদৌ দিল্লিতে গলার পথে! সচিনদের 'লিখিত' দিতে রাজি হাইকমান্ড

  • |
Google Oneindia Bengali News

রাজস্থানের শুষ্ক জমিতে কংগ্রেসের যে বিবাদ দেখা দিয়েছিল, তা এবার রাজধানী দিল্লির মাটিতে সমাধানের রাস্তায়। অন্তত তেমনই ইঙ্গিত দিয়েছে এদিন কংগ্রেস হাইকমান্ড। গোঁসাঘরে থাকা সচিন পাইলট ও পার্টিতে তাঁর মুখ্য বিরোধী অশোক গেহলোট, দুইপক্ষের সঙ্গেই এদিন কথা বলতে চেয়ে বার্তা দেন সোনিয়া। যদিও সূত্রের খবর সচিন পাইলট এই আবেদন ফিরিয়ে দেন।

 কংগ্রেসের দাবি

কংগ্রেসের দাবি

সচিন ও অশোক গেহলোট , দুই শিবিরকেই একসঙ্গে বসে কংগ্রেসের হাইকমান্ডের সঙ্গে কথা বলার আর্জি জানিয়েছে হাত শিবির। দলের তরফে রণদীপ সিং সুরজেওয়ালা এই কথা জানান। সুরজেওয়ালা বলেন, 'যদি কোনও সমস্যা কারোর বিরুদ্ধে অন্য কারোর থেকে থাকে,তাহলে খোলাখুলি কথা হোক। সোনিয়া ও রাহুল গান্ধী দুজনেই সমস্ত কথা শোনবার জন্য তৈরি রয়েছেন।'

বিজেপির উদ্যোগ ভ্রান্ত

বিজেপির উদ্যোগ ভ্রান্ত

সুরজেওয়ালা দাবি করেন যে, বিজেপি রাজস্থানে সরকার ফেলার যে চেষ্টা করেছিল তা মিথ্যা প্রমাণিত হচ্ছে। কারণ ১০৯ জন সংখ্যাগরিষ্ঠ বিধায়ক নিয়ে অশোক গেহলোট সরকার নিজের জমি পোক্ত করেছে।

সচিনদের 'লিখিত' দিতে রাজি হাইকমান্ড

সচিনদের 'লিখিত' দিতে রাজি হাইকমান্ড

রাজস্থানে সরকার ধরে রাখার মরিয়া চেষ্টা করে , এদিন কংগ্রেস জানিয়ে দেয় , সচিন পাইলট ও তাঁর সঙ্গে থাকা বিধায়কদের আহ্বান করা হচ্ছে কংগ্রেসের হাইকমান্ডের সঙ্গে কথা বলার জন্য। সেক্ষেত্রে কংগ্রেস 'লিখিত' দিতে রাজি রয়েছে। আর সুরজেওয়ালার এই বক্তব্যরে পরই স্পষ্ট রাজস্থান ধরে রাখতে কতটা মরিয়া কংগ্রেস।

আস্থা ভোটের আহ্বান

আস্থা ভোটের আহ্বান

রাজস্থান কংগ্রেসে এই মুহূর্তে দুটি বড় শিবির। একদিকে সচিন পাইলট, অন্যদিকে, অশোক গেহলোট। অশোক শিবিরের দাবি, তাঁর সরকার মজবুত। যথেষ্ট সংখ্যক বিধায়ক তাঁর ঝুলিতে রয়েছেন। এদিকে, সচিন এর উল্টো সুরে কথা বলছেন। এমন পরিস্থিতিতে আস্থাভোটের ডাক দিয়ে টুইট করেন বিজেপির অমিত মালব্য।

English summary
Rajasthan political crisis, Sonia and Rahul Gandhi ready to listen to everyone says congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X